পুজোর রেশ কাটতে না কাটতেই উত্তরবঙ্গে গত অক্টোবরের ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছিলেন ২৩ জন। বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে প্রত্যেক পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং এক জন করে সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতেই মৃতদের পরিবারের সদস্যদের জন্য পশ্চিমবঙ্গ সরকার চাকরির ব্যবস্থা করেছে।
সদ্য নিয়োগ পাওয়া এই হোমগার্ডদের জন্য কোচবিহার জেলার মাথাভাঙা ব্লকে প্রাথমিক চিকিৎসা-সহ বিভিন্ন প্রয়োজনীয় ক্ষেত্রের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতর। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ, উদ্ধার ও জরুরি সহায়তার মতো কাজে দক্ষতা বাড়াতে এই প্রশিক্ষণ বিশেষ গুরুত্ব বহন করছে বলে দফতর সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন:
প্রশিক্ষণে অংশ নেওয়া পরিবারগুলির সদস্যেরা জানিয়েছেন, দুর্যোগে প্রিয়জনকে হারানোর পর এই চাকরি তাঁদের পরিবারের জন্য নতুন ভরসা তৈরি করেছে। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, প্রশিক্ষণ সম্পন্ন হলে আগামী দিনে তাঁদের হাতে আনুষ্ঠানিক ভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।
বন্যার তাণ্ডবে বিপর্যস্ত উত্তরবঙ্গের বহু পরিবার এখনও ক্ষতি সামলে উঠতে পারেনি। এমন পরিস্থিতিতে রাজ্য সরকারের এই পদক্ষেপ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সামাজিক ও আর্থিক নিরাপত্তা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।