Advertisement
২৫ এপ্রিল ২০২৪
AITC

Municipal Poll 2022: বিধাননগরের ১৭টি ওয়ার্ডে ৮০ শতাংশ বা তার বেশি ভোট পেয়ে জয়ী তৃণমূল প্রার্থীরা

বিধাননগরে ১৭ জন প্রার্থী ৮০ শতাংশ বা তার থেকে বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। এর মধ্যে চার জন প্রার্থী আবার ৯০ শতাংশের বেশি ভোট পেয়েছেন।

বিধাননগরে ১৭টি ওয়ার্ডে ৮০ বা তার বেশি শতাংশ ভোট পেয়ে জিতলেন তৃণমূল প্রার্থীরা।

বিধাননগরে ১৭টি ওয়ার্ডে ৮০ বা তার বেশি শতাংশ ভোট পেয়ে জিতলেন তৃণমূল প্রার্থীরা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৫:০৩
Share: Save:

বিধাননগর পুরসভায় ভোট ও আসন দুটোই বাড়িয়ে জয় পেয়েছে শাসক শিবির। ৭৩.৯৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে তৃণমূল। কিন্তু বিধাননগরে এমন ১৭ জন প্রার্থী রয়েছেন যাঁরা ৮০ শতাংশ বা তার বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। এর মধ্যে ৪ জন প্রার্থী আবার ৯০ শতাংশের বেশি ভোট পেয়েছেন।বিধাননগরে ১ নম্বর ওয়ার্ডেরতৃণমূল প্রার্থী পিনাকী নন্দী পেয়েছেন ৮৫.৯০ শতাংশ ভোট। ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী রহিমা বিবি (মণ্ডল) পেয়েছেন ৯৪. ৩৬ শতাংশ। ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী অরিত্রিকা মণ্ডল পেয়েছে ৯৫.৯৪ শতাংশ ভোট। ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী শাহনওয়াজ আলি মণ্ডল পেয়েছেন ৯২.২২ শতাংশ ভোট। ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী নন্দিনী বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৮৬.৪১ শতাংশ ভোট।

৮৩.৬৭ শতাংশ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী যুবনেতা দেবরাজ চক্রবর্তী পেয়েছেন। ১৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী ইন্দ্রনাথ বাগুই পেয়েছেন ৮০.৭৭ শতাংশ ভোট। ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী পেয়েছেন অতীন্দ্র প্রসাদ সানা ৮৩.৩৭ শতাংশ ভোট পেয়েছেন। ২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী মণীশ মুখোপাধ্যায় পেয়েছেন ৮২.২২ শতাংশ ভোট। ২৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী পূর্ণিমা নস্কর ৭৯.৭০ শতাংশ ভোট পেয়েছেন। ২৬ নম্বর ওয়ার্ডে সুশোভন মণ্ডল পেয়েছেন ৮৭.৮৯ শতাংশ ভোট। ২৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী বিনু মণ্ডল পেয়েছেন ৮৭.৬৭ শতাংশ ভোট। ২৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী প্রবীর সর্দার ৮৫.৬১ শতাংশ ভোট পেয়েছেন।

১৭টি ওয়ার্ডে তৃণমূলের ব্যবধান নিয়ে কটাক্ষ শুরু হয়েছে বিরোধী শিবিরে।

১৭টি ওয়ার্ডে তৃণমূলের ব্যবধান নিয়ে কটাক্ষ শুরু হয়েছে বিরোধী শিবিরে।

৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জয়দেব নস্কর পেয়েছেন ৮১.৭২ শতাংশ ভোট। ৩৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী চামেলী নস্কর ৮৫.৯৭ শতাংশ ভোট পেয়েছেন। ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী আলো দত্ত পেয়েছেন ৯২.৩৭ শতাংশ ভোট পেয়েছেন। ৪০ নম্বর ওয়ার্ডের প্রার্থী তুলসী সিংহ রায় পেয়েছেন ৮৭.৭২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এমন ফলাফলকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে বলেছেন, ‘লোকতন্ত্রের লজ্জা!!! এই ফলাফল প্রমান করে পুর নির্বাচনের নামে প্রহসন হয়েছে পশ্চিমবঙ্গে।’

বিরোধী শিবিরের এমন অভিযোগের জবাবে দমকলমন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বসু বলেন, ‘‘এই ফলাফল দেখিয়ে দিয়েছে বিরোধী বলে এ রাজ্যে কিছু নেই। এখন আর অভিযোগ করে কোনও লাভ নেই। কয়েক মাস আগেই বিধানসভা ভোট বিধাননগরের মানুষ দেখিয়েছিল তাঁরা কার পাশে আছে। আজও তাঁরা রায় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE