Advertisement
E-Paper

বন‌্ধকে ঘিরে রাজ্যের কোথায় কী ঘটল

শিল্প ধর্মঘটকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। কোথাও, বাস ভাঙচুর, তো কোথাও ধর্মঘটীদের সঙ্গে তৃণমূলের ঝামেলা। রাজ্যের কোথায় কী ঘটনা ঘটল তা দেখে নেওয়া যাক এক নজরে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ১০:২৩
ধর্মঘটীদের গ্রেফতার। শিলিগুড়ির হিলকার্ট রোডে।

ধর্মঘটীদের গ্রেফতার। শিলিগুড়ির হিলকার্ট রোডে।

শিল্প ধর্মঘটকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। কোথাও, বাস ভাঙচুর, তো কোথাও ধর্মঘটীদের সঙ্গে তৃণমূলের ঝামেলা। রাজ্যের কোথায় কী ঘটনা ঘটল তা দেখে নেওয়া যাক এক নজরে।

• শুক্রবারের বন‌্ধ নিয়ে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “গতকালের তুলনায় আজ যানবাহন অনেক বেশি চলছে শহরে। সাধারণত অন্যান্য দিন ১৮০০ বাস চলে, আজ ২৩০০ চলছে। ট্রামও রাস্তায় যথেষ্ট। জলযানের সংখ্যাও কম নয়। সাধারণ দিনে ৩৭টি চলে, আজ সেখানে চলছে ৪৫টি।”

• কোচবিহারে পুলিশ-এসইউসিআই সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি। গ্রেফতার ২৪ সমর্থক।

• কলকাতার লেক মার্কটে সিপিএম-তৃণমূল সমর্থকদের মধ্য ধস্তাধস্তি।

• বেহালার ট্রাম ডিপোর কাছে ধর্মঘটীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। আটক কয়েক জন।

• কোচবিহারে ৩৩ জন বন‌্ধ সমর্থকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ৯ জন মহিলা।

• যাদবপুরে পুলিশের সঙ্গে ধর্মঘটীদের বচসা।

• সিউড়িতে পুলিশ-এসইউসিআই ধস্তাধস্তি।

• গড়িয়ার বোড়ালে সিপিএম কার্যালয়ের ভাঙচুরের অভিযোগ উঠল।

• মুর্শিদাবাদের কান্দিতে ৫২ জন বন‌্ধ সমর্থক গ্রেফতার।

• রানিগঞ্জে সিপিএমের মিছিলের উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

• বনধের সকালেই বাস ভাঙচুর হয় উত্তরবঙ্গের দু’টি এলাকায়।

• কোচবিহারের খাগড়াবাড়িতে এনবিএসটিসির একটি বাসে ঢিল ছোড়া হয়।

• মালদহে ভাঙচুর করা হয় একটি ডাম্পার।

হলদিয়ায় ধর্মঘটীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। নিজস্ব চিত্র।

• শিলিগুড়িতে সিপিএমের সদর দফতরের সামনে মিছিল শুরু হতেই ৪ জনকে আটক করে পুলিশ।

• গ্রেফতার করা হয় শিলিগুড়ির সিপিএম নেতা অশোক ভট্টাচার্য-সহ ৭০ জনকে।

• বহরমপুর পুরসভায় বাঁশ-লাঠি হাতে হামলা চালানোর অভিযোগ ওঠে। ভাঙা হয় পুরসভার তালা। এই ঘটনায় বেশ কয়েক জন তৃণমূল সমর্থককে আটক করেছে পুলিশ।

• মধ্যমগ্রামে মিছিল ঘিরে তৃণমূল-সিপিএম সমর্থকেদের মধ্যে হাতাহাতি হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:

সক্রিয় পুলিশ, সচল শহর, প্রায় প্রভাবহীন বন্‌ধ

যান চলাচল স্বাভাবিক তবু রাস্তায় লোক কম বন‌্ধে

ধর্মঘটে সাড়া দিল না এ রাজ্যের শিল্পাঞ্চল

Strike Westbengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy