যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৈরি অ্যাক্সেসিবল লাইব্রেরিকে আরও উন্নত করা হল। এই কাজে উদ্যোগী হয়েছেন বিশ্ববিদ্যালয়েরই দুই প্রাক্তনী। একটি স্বেচ্ছাসেবী সংস্থার বেলুড় শাখার সঙ্গে যুক্ত, প্রাক্তনী বিষ্ণু ঢনঢনিয়া এবং সেটিরই ড্যানভিল-সান র্যামন শাখার সদস্য তথা গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনি ফাউন্ডেশনের সভাপতি রণজিৎ চক্রবর্তীর উদ্যোগে এই কাজ এগিয়েছে। শুক্রবার রণজিৎ জানান, এই পাঠাগারের উন্নয়নের জন্য সংগৃহীত হয়েছে ৩৮ লক্ষ টাকার কিছু বেশি। গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনি ফাউন্ডেশন এই পাঠাগার পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ ব্যয়ের জন্য তহবিল গঠন করবে।
এই পাঠাগারটি ব্যবহার করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী পড়ুয়া। তাঁরা যাতে আরও সুবিধা পান, তার জন্য পাঠাগারটির আধুনিকীকরণের প্রয়োজন হয়ে পড়েছিল। এই সাহায্যে সেই কাজ হল বলে জানান সহ-উপাচার্য অমিতাভ দত্ত। তিনি বলেন, ‘‘দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের অন্য ছাত্রছাত্রীদের সমান সুযোগ পাওয়া উচিত। এই আধুনিক পাঠাগার সেই ছাত্রছাত্রীদের কাজে লাগবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)