সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) মেটানো-সহ একগুচ্ছ দাবি নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দ্বারস্থ হল শ্রমিক সংগঠন আইএনটিইউসি। চটকল, চা-বাগান এবং আরও বেশ কিছু ক্ষেত্রের শ্রমিকদের দাবি ও সমস্যার কথা রাজ্যপালকে জানিয়ছে তারা। আইএনটিইউসি-র রাজ্য সভাপতি মহম্মদ কামারুজ্জামান কামার, তপন আগরওয়াল, দিব্যেন্দু মিত্র প্রমুখকে নিয়ে একটি প্রতিনিধিদল বুধবার রাজভবনে গিয়েছিল। পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশার অভিযোগ রাজ্যপালের কাছে করেছেন তাঁরা। আইএনটিইউসি-র অভিযোগ, শাসক দলের অঙ্গুলি হেলনে পুলিশ-প্রশাসন অনেক ক্ষেত্রেই শ্রমিক সংগঠনগুলির গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে। পাশাপাশিই তাদের দাবি, সরকারি কর্মচারীদের সম্পর্কে ‘অবমাননাকর মন্তব্য’ করে মুখ্যমন্ত্রী ‘অপরাধ’ করেছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)