Advertisement
২৭ এপ্রিল ২০২৪

তদন্তকারী এসপি বদলি ধানবাদে

নারদ কাণ্ডের প্রাথমিক তদন্তের দায়িত্ব যাঁর উপরে ন্যস্ত হয়েছিল, সেই অফিসার কলকাতা ছাড়লেন। সিবিআইয়ের সেই এসপি নগেন্দ্র প্রসাদকে সম্প্রতি কলকাতা থেকে ধানবাদে বদলি করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৭ ০৩:৩৮
Share: Save:

নারদ কাণ্ডের প্রাথমিক তদন্তের দায়িত্ব যাঁর উপরে ন্যস্ত হয়েছিল, সেই অফিসার কলকাতা ছাড়লেন। সিবিআইয়ের সেই এসপি নগেন্দ্র প্রসাদকে সম্প্রতি কলকাতা থেকে ধানবাদে বদলি করা হয়েছে।

প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, সোমবারেই কলকাতা হাইকোর্টে প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা দিয়ে সবিস্তার তদন্তের অনুমতি চাইবে সিবিআই। কিন্তু সিবিআইয়ের তরফে এ দিন হাইকোর্টে কোনও রিপোর্টই পেশ করা হয়নি। দুপুর পর্যন্ত অপেক্ষা করেও রিপোর্ট জমা পড়েনি জেনে অবাক হয়ে যান সিবিআইয়েরই বেশ কিছু অফিসার। পরে খোঁজ নিয়ে জানা যায়, তল্পিতল্পা গুটিয়ে কলকাতা ছাড়ছেন তদন্তকারী এসপি নগেন্দ্র।

এমন একটি গুরুত্বপূর্ণ মামলায় এসপি পদমর্যাদার এক অফিসারকে সরিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে তদন্তকারী সংস্থার অন্দরমহলেই। এটাকে ‘রুটিনমাফিক বদলি’ হিসেবে দেখাতে চাইছেন কেউ কেউ। কলকাতার দুর্নীতি দমন শাখায় নতুন এসপি হয়ে কে আসবেন, সেই ঘোষণাও এখনও করা হয়নি। সিবিআইয়ের এক অফিসারের কথায়, ‘‘গোটা সিদ্ধান্তটাই দিল্লি থেকে নেওয়া হয়েছে। নগেন্দ্রকে বদলি করার পিছনেও নিশ্চয়ই কোনও নির্দিষ্ট কারণ রয়েছে।’’ সিবিআইয়ের অফিসার পার্থ মুখোপাধ্যায় এখন তদন্ত দেখভাল করছেন। পূর্ণাঙ্গ তদন্তের কাজে দিল্লি থেকে আসা অফিসারদের সাহায্য করবেন তিনিই।

দিল্লি থেকে সিবিআইয়ের একটি দল কলকাতায় এসে গিয়েছিল অনেক আগেই। এ দিন হাইকোর্টে না-গিয়ে তারা নিজাম প্যালেসে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখায় এফআইআর দায়ের করে। সিবিআই সূত্র জানা গিয়েছে, খুব তাড়াতাড়িই হাইকোর্টে একটি রিপোর্ট পেশ করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE