Advertisement
E-Paper

ইডি হানার ৪৮ ঘণ্টার মধ্যেই তৃণমূলের থিম গানের ভিডিয়ো ছাড়ল আইপ্যাক, ‘অগ্নিকন্যা’ থেকে মমতা হলেন ‘বাঘিনি’

আইপ্যাকের কাজের ব্যাপারে সম্যক ধারণা থাকা তৃণমূলের অনেকের বক্তব্য, পেশাদার সংস্থা হিসাবে তারা আসলে ইডি হানার জবাব দিতে চেয়েছে এই ভিডিয়োর মাধ্যমে। দেখাতে চেয়েছে, এক দিন কাজ স্তব্ধ করে দিলেও তাদের দমানো যায়নি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৪:৫৬
IPac released a new music video for TMC within 48 hours of ED raids

তৃণমূলের থিম গানের ভিডিয়োর অংশ থেকে নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বৃহস্পতিবার আচমকা ইডির হানায় থমকে গিয়েছিল আইপ্যাকের কাজকর্ম। কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বললেও সেই অর্থে ‘প্রোডাকশন’ হয়নি। শুক্রবার সল্টলেকের দফতরে স্বাভাবিক ভাবেই কাজ হয়েছিল। যার ফল দেখা গেল শনিবার দুপুরেই। বিধানসভা ভোটে এ বার তৃণমূলের স্লোগান ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’। সেই স্লোগানের ভিত্তিতে থিম গানটি আগেই তৈরি হয়ে গিয়েছিল। শনিবার সেই গানের সঙ্গে ভিডিয়ো নির্মাণ করে ফেলল তৃণমূল ও রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক।

মোট ৩ মিনিট ১২ সেকেন্ডের ভিডিয়োয় মুখ্য চরিত্রে তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা, মিছিল-সহ মমতা এবং অভিষেকের বিভিন্ন কর্মসূচির সঙ্গেই কোলাজে জুড়ে দেওয়া হয়েছে তৃণমলের কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস, প্রতিবাদের অভিব্যক্তি। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সংস্থার দফতরে হানা দিয়েছিল ইডির দল। যা নিয়ে বৃহস্পতিবার থেকে আলোড়িত রাজ্য রাজনীতি। ইডির তল্লাশির মাঝেই প্রতীকের বাড়ি এবং সল্টলেকের দফতরে পৌঁছে গিয়েছিলেন মমতা স্বয়ং। শুক্রবার যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলও করেছেন মমতা। আর অভিষেক শুক্রবার গিয়েছিলেন নদিয়ার জনসভা এবং তার পর বনগাঁর ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে। আইপ্যাক নির্মিত মিউজ়িক ভিডিয়োটিতে মমতার মিছিল এবং অভিষেকের কর্মসূচির একাধিক ফুটেজ ব্যবহার করা হয়েছে। যা থেকে স্পষ্ট, ভিডিয়োটি সম্পাদিত হয়ে পড়েছিল, এমন নয়। বরং তা টাটকা।

আইপ্যাকের কাজের ব্যাপারে সম্যক ধারণা থাকা তৃণমূলের অনেকের বক্তব্য, পেশাদার সংস্থা হিসাবে তারা আসলে ইডি হানার জবাব দিতে চেয়েছে এই ভিডিয়োর মাধ্যমে। দেখাতে চেয়েছে, এক দিন কাজ স্তব্ধ করে দিলেও, তাদের দমানো যায়নি। আইপ্যাকের কেউ অবশ্য আনুষ্ঠানিক ভাবে এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

একটা সময়ে মমতা সম্পর্কে তৃণমূলের কর্মীরা ‘অগ্নিকন্যা’ আখ্যা দিতেন। সেই তাঁকেই ভিডিয়োতে ‘বাঘিনি’ হিসাবে উপস্থাপিত করা হয়েছে। ভিডিয়োর ১ মিনিট ৫ সেকেন্ডের মাথায় দেখা যাচ্ছে, মুষ্টিবদ্ধ হাত আকাশে তুলে দাঁড়ানো মমতার ছবি। সেকেন্ডের ভগ্নাংশে সেই ছবিই রূপ নিচ্ছে এক ক্রুদ্ধ বাঘিনিতে। কয়েক মাস আগে তৃণমূলের সমাজমাধ্যমে মমতাকে ‘বাংলার বাঘিনি’ হিসাবে প্রচার করা হয়েছিল। শুক্রবার হাজরা মোড়ের সভাতেও মমতা বিজেপির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘‘আহত বাঘ কিন্তু ভয়ঙ্কর। এটা তোমরা মনে রেখো।’’ ভিডিয়োতেও মমতাকে বাঘিনি হিসাবে উপস্থাপন করল আইপ্যাক।

বিভাজন, বাঙালি গরিমার উপর ‘আক্রমণ’ ইত্যাদি নিয়ে তৃণমূলের ভাষ্য অনুযায়ী গানের কথা লেখা হয়েছে। সেখানে নরেন্দ্র মোদী, অমিত শাহের সঙ্গে রাজ্য বিজেপির তিন নেতার ছবি ব্যবহার করা হয়েছে। তাঁরা হলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী। শুভেন্দু বিরোধী দলনেতা, সুকান্ত এবং দিলীপ প্রাক্তন রাজ্য সভাপতি। কিন্তু ‘তাৎপর্যপূর্ণ’ ভাবে বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কোনও ছবি ব্যবহার করা হয়নি আইপ্যাক নির্মিত মিউজিক ভিডিয়োটিতে। রাজ্য সরকারের কর্মসূচিও স্থান পেয়েছে প্রকাশিত ভিডিয়োটিতে। রয়েছে দুর্গা কার্নিভালের খণ্ডচিত্র। গত দুর্গাপুজোতেই প্রথম বার দেখা গিয়েছিল পরপর দু’দিন কলকাতা ও সংলগ্ন এলাকার কয়েকটি মণ্ডপে কন্যাকে নিয়ে গিয়েছেন অভিষেক। সেই ছবিও ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, সম্প্রীতির সুর বাঁধতে মুসলিম এবং খ্রিস্টান সম্প্রদায়ের অনুষ্ঠানে মমতার অংশগ্রহণের ছবি রয়েছে। সূত্রের খবর, ভিডিয়োটি নির্মাণের ক্ষেত্রে অনেকটা কাজ এগিয়ে গিয়েছিল। শুক্রবার দিনভর ‘ফিনিশিং টাচ’ দেওয়া হয়েছে। যুক্ত করা হয়েছে টাটকা ‘ফুটেজ’। সেটি দেখে উপরমহল সিলমোহর দেওয়ার পরে শনিবার প্রকাশ্যে আনা হল ভিডিয়োটি।

I-Pac ED Raids TMC Theme Song
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy