মোষ চুরির সন্দেহে পিটিয়ে মারা হল এক আইটিআই ছাত্রকে। ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবারে রায়বাহাদুর গ্রামের পশ্চিমপাড়ায়। মৃত ছাত্রের নাম কৌশিক পুরকাইত। কৌশিক গড়িয়াহাটের বালিগঞ্জ আইটিআই-এর দ্বিতীয় বর্ষের ছাত্র। এই ঘটনায় ছয় জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পাঁচ জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা তাপস মল্লিক এখনও অধরা।
কৌশিক মন্দিরবাজার গুমটি গ্রামের বাসিন্দা। সোমবার অক্ষয় তৃতীয়ার পুজো উপলক্ষে ডায়মন্ডহারবারের রায়বাহাদুর গ্রামের পূর্ব পাড়ায় মাসির বাড়ি গিয়েছিলেন তিনি। সন্ধ্যায় বাড়ির বাইরে গিয়ে ফোনে কথা বলছিলেন। স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, এই সময় রায়বাহাদুর গ্রামের পশ্চিম পাড়ায় একটি মোষ হারিয়ে যাওয়ায় সকলে মোষটিকে খুঁজছিল। অপরিচিত কৌশিককে দেখে তাঁকেই চোর অপবাদে একদল হঠাত্ই এলোপাথারি মারতে শুরু করে। অভিযোগ এই পিটুনির নেতৃত্বে ছিলেন এলাকায় তৃণমূল নেতা তাপস মল্লিক।। খবর ছড়িয়ে পড়তেই বাড়ি থেকে কৌশিকের মা, মাসিরা ছুটে আসেন। মারধরের হাত থেকে উদ্ধার করা হয় তাঁকে। কিন্তু ততক্ষণেই গুরুতর আহত কৌশিক। আশঙ্কাজনক অবস্থায় কৌশিককে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন:
দুর্ঘটনায় থামল তরুণ স্ট্রাইকারের জীবনের দৌড়
কৌশিকের পরিবারের তরফে ডায়মন্ডহারবার থানায় ছয় জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।