দিঘা নয়। ‘শ্রী জগন্নাথ ধাম, দীঘা’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে সরকারি ভলভো বাস পরিষেবার মাধ্যমে উত্তরবঙ্গের ছ’টি জেলার সঙ্গে পূর্ব মেদিনীপুরের সৈকতশহরকে জুড়তে নির্ঘণ্ট প্রকাশ করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। তাতে বলা হয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদহ থেকে ‘শ্রী জগন্নাথ ধাম, দীঘা’র বাস পরিষেবা আগামী বুধবার থেকে পর্যায়ক্রমে শুরু হবে।
বিজ্ঞপ্তি জানাচ্ছে, আগামী বুধবার (২৮ মে) জলপাইগুড়ি থেকে শুরু হবে বাস পরিষেবা। সপ্তাহে বুধ ও শনিবার বিকেল ৪টেয় সেখান থেকে বাতানুকূল ভলভো বাস যাবে জগন্নাথ দর্শনার্থীদের নিয়ে। বৃহস্পতিবার (২৯ মে) বাসযাত্রার সূচনা হবে শিলিগুড়িতে। সেখান থেকে সপ্তাহে বৃহস্পতি ও রবিবার বিকেল সাড়ে ৫টায় ছাড়বে বাস।
শুক্রবার (৩০ মে) রায়গঞ্জ ও কোচবিহার জুড়বে ‘শ্রী জগন্নাথ ধাম’-এর সঙ্গে। শুক্রের পাশাপাশি রবিবারও বাস ছাড়বে ওই দুই জেলাসদর থেকে। কোচবিহার থেকে দুপুর ২টোয়। রায়গঞ্জ থেকে বিকেল ৩টেয়। আগামী ৩১ মে আলিপুরদুয়ার এবং মালদহ থেকে ভলভো বাসযাত্রার সূচনা হবে। ওই দুই জেলাসদরে শনিবারের পাশাপাশি মঙ্গলেও দিঘার উদ্দেশে যাবে বাস। আলিপুরদুয়ার থেকে দুপুর ২টোয়। মালদহ থেকে বিকেল ৩টেয়।
প্রসঙ্গত, জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর রাজ্যের পর্যটন মানচিত্রে দিঘার গুরুত্ব বৃদ্ধি করতে বিশেষ তৎপর রাজ্য। এত দিন দক্ষিণবঙ্গের প্রায় সব গুরুত্বপূর্ণ শহর থেকে দিঘাগামী বাস চালাত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। ট্রাম কোম্পানি, রাজ্য পরিবহণ নিগমের বাসও ছিল। উত্তরবঙ্গের জেলাগুলি থেকেও নিরাপদ ও আরামদায়ক সফরে দিঘায় যাতে সাধারণ মানুষ যেতে পারেন, সে জন্য সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী সরকারি ভলভো বাস পরিষেবার ঘোষণা করেছিলেন। তার পরেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।