Advertisement
০৮ মে ২০২৪

শিলিগুড়িতে রাজ্যপাল ডাকছেন জনপ্রতিনিধিদের

জেলা দার্জিলিং। সেখানে সাংসদ, বিধায়ক, পুরসভার মেয়র এমনকি মহকুমা পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল। এই জনপ্রতিনিধিরা কেউই তৃণমূলের নন। কোথাও বিজেপি, কোথাও সিপিএম।

জগদীপ ধনখড়।

জগদীপ ধনখড়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৫৩
Share: Save:

রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পরে তাঁর প্রথম জেলা সফরেই নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করার কর্মসূচি রেখেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

জেলা দার্জিলিং। সেখানে সাংসদ, বিধায়ক, পুরসভার মেয়র এমনকি মহকুমা পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল। এই জনপ্রতিনিধিরা কেউই তৃণমূলের নন। কোথাও বিজেপি, কোথাও সিপিএম।

মঙ্গলবার কয়েক ঘণ্টার শিলিগুড়ি সফরে গিয়ে রাজ্যপালের এই ধরনের কর্মসূচির পিছনে তাই অন্য ‘রাজনীতি’ দেখছে শাসক তৃণমূল। ইতিমধ্যেই তাঁর ‘রাজনৈতিক পক্ষপাতিত্ব’ নিয়ে মুখ খুলেছে তৃণমূল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় যা সরাসরি প্রকাশ্যে আনা হয়েছে। তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে গিয়ে রাজ্যপালের কিছু কার্যকলাপের বিরুদ্ধে অনুযোগ জানিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এ বার শিলিগুড়িতে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে রাজ্যপালের সাক্ষাতের কর্মসূচি সেই অভিযোগে আরও ঘৃতাহুতি দিতে পারে বলে রাজনৈতিক শিবিরের ধারণা।

মঙ্গলবার শিলিগুড়িতে বণিকসভার একটি অনুষ্ঠানে প্রথমে যোগ দেবেন রাজ্যপাল। পরে জনপ্রতিনিধিদের সঙ্গে তাঁর দেখা করার কথা। সংবাদমাধ্যমের সঙ্গেও তিনি কথা বলবেন। সেখান থেকে তিনি দিল্লি উড়ে যাবেন বলে রাজভবন সূত্রে জানানো হয়েছে।

জনপ্রতিনিধিদের সঙ্গে রাজ্যপালের এই সাক্ষাৎ একেবারেই সৌজন্যমূলক বলে রাজভবনের তরফে জানানো হয়েছে। শিলিগুড়িতে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে পরিচিত হতেই তিনি এই কর্মসূচি রেখেছেন বলে রাজভবনের তরফে বলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jagdeep Dhakhar Governor Siliguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE