ভাতা বৃদ্ধির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন জেলের কারারক্ষীরা। অবশ্য, প্রশাসনিক মহলের দাবি, তাঁদের ভাতা বৃদ্ধির জন্য পদক্ষেপ করা হয়েছে।
সরকারি কর্মচারী হলেও পুলিশ কর্মীরা সপ্তাহে একদিন ছুটি পান। বছরে ৫২ দিন বেশি কাজ করেন। সেই কারণে তাঁরা এখন অতিরিক্ত ৫২ দিনের বেতন পান। সে ভাবেই তাঁদেরও ৫২ দিনের বেতন দেওয়ার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন রাজ্যের সংশোধনাগারের কারারক্ষীরা। একইসঙ্গে রেশন ভাতা ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করার দাবি জানিয়েছেন কারারক্ষীরা। পুলিশ কর্মীরা বর্তমানে দেড় হাজার টাকা রেশন ভাতা পান।
সূত্রের দাবি, রেশন ভাতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কাজকর্ম শেষ করেছে কারা দফতর। সেখান থেকে এই সংক্রান্ত ফাইল অর্থ দফতরে পৌঁছেছে। কর্তৃপক্ষের কাছে ভাতা বৃদ্ধি নিয়ে একাধিক বার আবেদন জানানো হলেও সেখান থেকে কোনও প্রত্যুত্তর না আসায় বাধ্য হয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা বলে দাবি কারা রক্ষীদের।