এ বার কলকাতা হাই কোর্ট থেকে জামিন পেলেন কামাহাটির সেই জয়ন্ত সিংহ ওরফে ‘জায়ান্ট’। বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর বেঞ্চ তাঁকে জামিন দিয়েছে।
২০২৪ সালের ৩ জুলাই দক্ষিণেশ্বর থানায় জয়ন্তের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছিল। মামলা দায়ের হয়েছিল ভারতীয় ন্যায় সংহিতার ১১১ ধারায়। সেই মামলাতেই জামিন হয়েছে জয়ন্তের। তবে হাই কোর্ট কিছু শর্তও দিয়েছে। জানিয়েছে, আপাতত ব্যারাকপুর কমিশনারেট এলাকায় যেতে পারবেন না জয়ন্ত। শুধু অফিসার ইন-চার্জের সঙ্গে দেখা করতে পারবেন।
গত বছর জুলাইয়ে মা ও ছেলেকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছিল আড়িয়াদহের ত্রাস বলে পরিচিত জয়ন্ত ও তাঁর বাহিনীর বিরুদ্ধে। সেই ঘটনায় গ্রেফতার হন জয়ন্ত। পরবর্তী সময়ে জয়ন্তের বিরুদ্ধে একের পর এক ভিডিয়ো প্রকাশ্যে আসতে থাকে। তাতে এক নাবালককে চোর সন্দেহে ক্লাবে এনে যৌন হেনস্থা চালানো থেকে এক যুবককে ঝুলিয়ে বেধড়ক মারধরের ঘটনাতেও জয়ন্তের নাম জড়ায়। পুলিশি তদন্তে জয়ন্তের সঙ্গে তাঁর শাগরেদরাও গ্রেফতার হন। পরে কয়েক জন জামিনে মুক্তি পেলেও এখনও জেলে রয়েছেন জায়ান্ট।