Advertisement
০৮ মে ২০২৪
CID

ঝাড়খণ্ড হাই কোর্টে ধাক্কা সিআইডির, কংগ্রেস বিধায়কদের বিরুদ্ধে রাজ্যের তদন্তে স্থগিতাদেশ

ঝাড়খণ্ড হাই কোর্টের নির্দেশের জেরে সাময়িক স্বস্তি পেলেন সে রাজ্যের তিন কংগ্রেস বিধায়ক। যাঁরা গত জুলাইয়ে নগদ প্রায় ৫০ লক্ষ টাকা-সহ গ্রেফতার হয়েছিলেন হাওড়ার পাঁচলা থেকে।

ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ২০:০৮
Share: Save:

ঝাড়খণ্ড হাই কোর্টে তিন কংগ্রেস বিধায়ককে অর্থ-সহ গ্রেফতার করার মামলায় ধাক্কা খেল বাংলার সিআইডি। সে রাজ্যের হাই কোর্ট সিআইডি তদন্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশকে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয়কুমার দ্বিবেদী।

গত ৩০ জুলাই হাওড়ার পাঁচলায় একটি গা়ড়ি থেকে প্রায় ৫০ লক্ষ টাকা নগদ-সহ ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করে পুলিশ। সেই মামলার তদন্তভার হাতে নেয় এ রাজ্যের সিআইডি। অভিযোগ ওঠে, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের সরকার ফেলার জন্যই অত টাকা নিয়ে রাজ্যে ফিরছিলেন তিন কংগ্রেস বিধায়ক। নাম জড়ায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মারও।

সেই মামলা চলাকালীনই কলকাতা হাই কোর্টে ধৃত তিন কংগ্রেস বিধায়ক আবেদন করেন, বিধানসভার কাজে যোগ দেওয়ার জন্য তাঁদের রাজ্যে ফেরার অনুমতি দিক আদালত। সেই আবেদন মঞ্জুর করে তিন কংগ্রেস বিধায়ককেই শর্তসাপেক্ষে জামিন দেয় আদালত।

ঝাড়খণ্ডে ফিরে সেখানকার হাই কোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত বিধায়করা। সেই মামলাতেই বৃহস্পতিবার সিআইডি তদন্তের উপর স্থগিতাদেশ দিল ঝাড়খণ্ড হাই কোর্টের বিচারপতি সঞ্জয়কুমার দ্বিবেদীর একক বেঞ্চ। এতে সাময়িক স্বস্তি পেলেন তিন অভিযুক্ত বিধায়ক। পাশাপাশি রাজ্য পুলিশকেও এই মামলায় নোটিস দিতে বলেছে আদালত। বিধায়কদের আইনজীবী বিকাশ সিংহ বলেন, ‘‘তিন বিধায়কের বিরুদ্ধে ঝাড়খণ্ডে মামলা দায়ের হয়। এ রাজ্যের পুলিশ কী ভাবে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারে সেই প্রশ্ন ওঠে। মামলাটি সে রাজ্যে ফেরত পাঠানোর আবেদন করা হয়। তার ভিত্তিতেই বৃহস্পতিবার বাংলার সিআইডি তদন্তের উপর স্থগিতাদেশ দিয়েছে আদালত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CID Jharkhand Congress MLA Jharkhand High Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE