Advertisement
০৭ মে ২০২৪
West Bengal

রাজ্যে ৩৪০০ কোটি টাকা লগ্নি করছে জিন্দলরা

রাজ্যে ৩৪০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে জিন্দল গোষ্ঠী। সংস্থার কর্তা সজ্জন জিন্দলকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সোমবার এ কথা জানিয়েছেন। তবে শালবনিতে যে ইস্পাত প্রকল্প গড়ে তোলার কথা ছিল জিন্দলদের, তা এখনই হচ্ছে না। জানিয়েছেন সজ্জন।

সজ্জন জিন্দল। —ফাইল চিত্র।

সজ্জন জিন্দল। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৬ ২০:১৮
Share: Save:

রাজ্যে ৩৪০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে জিন্দল গোষ্ঠী। সংস্থার কর্তা সজ্জন জিন্দলকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সোমবার এ কথা জানিয়েছেন। তবে শালবনিতে যে ইস্পাত প্রকল্প গড়ে তোলার কথা ছিল জিন্দলদের, তা এখনই হচ্ছে না। জানিয়েছেন সজ্জন।

সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ও সজ্জন জিন্দল জানিয়েছেন, শালবনিতে যে সিমেন্ট কারখানাটি ইতিমধ্যেই তৈরি হয়েছে, সেটির সম্প্রসারণ হবে। তাতে বিনিয়োগ করা হবে ৭০০ কোটি টাকা। একটি রঙের কারখানা তৈরি করা হবে। সেই প্রকল্পে ১৫০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। ২০০ কোটি টাকা খরচে একটি বিদ্যুৎ কেন্দ্রও (ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট) তৈরি করা হচ্ছে, যা প্রধানত জিন্দলদের প্রকল্পগুলির চাহিদা মেটাতেই কাজে লাগবে। উদ্বৃত্ত হলে বিদ্যুৎ নাগরিক প্রয়োজন মেটানোর কাজেও সরবরাহ করা হতে পারে। আরও ১০০০ কোটি টাকা বিনিয়োগে একটি ইস্পাত সংক্রান্ত প্রকল্প গড়ে তোলা হবে বলেও এ দিন ঘোষণা করা হয়েছে।

সাংবাদিক বৈঠকে এ রাজ্যের শিল্প পরিবেশের প্রশংসা করেন সজ্জন জিন্দল। তিনি বলেন, ‘‘দেশে আর কোথাও আমরা এত শান্তিপূর্ণ পরিবেশ পাইনি।’’

আরও পড়ুন: রতন টাটার লগ্নি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sajjan Jindal West Bengal Investment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE