Advertisement
০৪ মে ২০২৪
Jitendra Tiwari

রেস্তরাঁয় বিজেপি নেতৃত্বের পাশে নৈশভোজ? ফেসবুকে জল্পনা ওড়ালেন জিতেন্দ্র

১৭  ডিসেম্বর তিনি তাঁর ইস্তফা দেওয়ার পর তাঁর ছেড়ে যাওয়া দুটি পদে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত কারও নাম ঘোষণা করেনি।

জিতেন্দ্র তিওয়ারির পোস্ট ও তাঁর স্ত্রীয়ের রেস্তরাঁয় যাওয়ার পোস্ট। গ্রাফিক: তিয়াসা দাস

জিতেন্দ্র তিওয়ারির পোস্ট ও তাঁর স্ত্রীয়ের রেস্তরাঁয় যাওয়ার পোস্ট। গ্রাফিক: তিয়াসা দাস

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ১৬:৪৩
Share: Save:

বেশ কয়েকদিন ধরেই আসানসোল পুর নিগমের প্রাক্তন প্রশাসক তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার প্রাক্তন সভাপতি জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে জল্পনা চলছে। তিনি বিজেপিতে যোগ দেবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। সেই জিতেন্দ্রই তিনি সোমবার সস্ত্রীক কলকাতায় এসেছিলেন। রাতে একটি রেস্তরাঁয় খাওয়া দাওয়াও করেছেন। সেই ছবি দেখা গিয়েছে ফেসবুকে। জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী ছবিটি শেয়ার করেছেন। সেখানে লিখেছেন, ‘অনেকদিন বাদে পরিবারের সঙ্গে ভাল সময় কাটালাম, নৈশভোজ সারলাম’।

জল্পনা বাড়িয়েছিল সেই ঘটনাই। শোনা যাচ্ছে, সেই রেস্তরাঁয় নাকি কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ-সহ অন্যান্য বিজেপির নেতারাও ছিলেন। আর সেই কারণেই জিতেন্দ্রকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। অবশ্য মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় সেই বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

মঙ্গলবার সকালে তিনি ফেসবুকে ও টুইটারের মাধ্যমে পরিষ্কার করে লিখেছেন, ‘একট অংশের লোকেরা আমাকে বিজেপির সঙ্গে যুক্ত করতে চেষ্টা করছেন। কিন্তু খবরটা পুরোপুরি মিথ্যা। আমি দিদির সঙ্গেই আছি, দিদির সঙ্গেই থাকব। ৪৮ ঘণ্টার মধ্যে আমি আমার ক্ষমতা নিয়ে ময়দানে নেমে দলের শক্তিবৃদ্ধির কাজ শুরু করব’।

১৭ ডিসেম্বর তিনি তাঁর ইস্তফা দেওয়ার পর তাঁর ছেড়ে যাওয়া দুটি পদে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত কারও নাম ঘোষণা করেনি। এই পদে অন্য কেউ আসছেন না ফের জিতেন্দ্র তিওয়ারিকে দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে কোনও সদুত্তর পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের কোন নেতা এখনও দিচ্ছেন না।

জিতেন্দ্র নিয়ে মুখ খোলার জন্য সায়ন্তন বসু-সহ তিন বিজেপি নেতাকে সতর্ক করেছিল দল। সাম্প্রতিক এই বিতর্কের প্রেক্ষিতে অবশ্য বিজেপির কেউ মুখ খোলেননি।

আরও পড়ুন: রাজ্যে ‘বাধা’ ছাড়া পার্টি অফিস খুলছে সিপিএম, বিরোধী পরিসর কি ভাঙবে

আরও পড়ুন: প্রসঙ্গ লভ জিহাদ: অমর্ত্যকে কটাক্ষের জবাবে মহুয়ার পাল্টা বিজেপিকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jitendra Tiwari TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE