Advertisement
E-Paper

চাকরি নিয়ে ভুয়ো প্রচার, স্থগিত মেলা

দফতরের অভ্যন্তরীণ আলোচনা যে-ভাবে সংবাদমাধ্যমের একাংশে বেরিয়ে গিয়েছে, তা নিয়ে আলাদা ভাবে বিভাগীয় তদন্ত করছে দফতর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ০৪:৪১
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘জব ফেয়ার’ বা কর্মমেলার আয়োজন করা হয়েছিল। —ফাইল চিত্র।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘জব ফেয়ার’ বা কর্মমেলার আয়োজন করা হয়েছিল। —ফাইল চিত্র।

প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের কিছু কিছু কাজের সুযোগ দেওয়ার জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘জব ফেয়ার’ বা কর্মমেলার আয়োজন করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি এমনই দাঁড়াল যে, প্রস্তাবিত কাজের বাজার স্থগিত করে দিতে বাধ্য হল রাজ্য সরকার।

কারিগরি শিক্ষা দফতর আজ, মঙ্গলবার ইন্ডোর স্টেডিয়ামে ওই কর্মমেলার আয়োজন করেছিল। সেই মেলায় এলেই চাকরি পাওয়া যাবে, এই মর্মে ব্যাপক প্রচার শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কারা কী উদ্দেশ্যে এই প্রচার করেছিলেন, তা জানতে কারিগরি শিক্ষা দফতর বিধাননগর কমিশনারেটে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছে। দফতরের অভ্যন্তরীণ আলোচনা যে-ভাবে সংবাদমাধ্যমের একাংশে বেরিয়ে গিয়েছে, তা নিয়ে আলাদা ভাবে বিভাগীয় তদন্ত করছে দফতর।

কারিগরি সচিব রোশনি সেন সোমবার নবান্নে বলেন, ‘‘সারা বছর ধরে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাই মেলায় চাকরি পেতেন। এমন নয় যে, সেই মেলায় এলেই চাকরি পাওয়া যাবে। শোনা যাচ্ছিল, হাজার হাজার ছেলেমেয়ে নেতাজি ইন্ডোরে আসার জন্য প্রস্তুত হচ্ছে। এই অবস্থায় বিধানসভার অধিবেশন চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে মেলা স্থগিত করা হল।’’

মেলায় বৃত্তিশিক্ষা এবং দক্ষতা বৃদ্ধির নানান পাঠ্যক্রমে প্রশিক্ষিত পাঁচ হাজার প্রার্থীকে চাকরি দেওয়ার ব্যবস্থা হয়েছিল। উৎকর্ষ বাংলা প্রকল্পে কেন্দ্রীয় সরকারের সাহায্যে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করে রাজ্য সরকার। সেই সুবাদেই কমবেশি পাঁচ হাজার প্রশিক্ষিত যুবক-যুবতীর কাজের ব্যবস্থা করা হয়েছিল। মেলা করে তাঁদের চাকরি দিতে চেয়েছিল সরকার। সেই মেলা ছিল আমন্ত্রণমূলক। কারিগরি শিক্ষা দফতরের দাবি, সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়, মঙ্গলবার নেতাজি ইন্ডোরে গেলেই চাকরি পাওয়া যাবে। গোয়েন্দা বিভাগও নবান্নে রিপোর্ট পাঠিয়ে বলে, জেলা থেকে হাজার হাজার ছেলেমেয়ে কলকাতায় আসতে তৈরি হচ্ছে। সেই খবর পেয়েই তড়িঘড়ি মেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সরকারি কর্তারা।

Job Fair Netaji Indoor Stadium
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy