প্রথমে ভবানীপুর। তার পর ডায়মন্ড হারবার। বিজেপি সভাপতি জে পি নড্ডার বঙ্গসফর শুরু হচ্ছে শাসকশিবিরের দুই শীর্ষ নেতানেত্রীর খাসতালুক থেকে। বুধবার দু’দিনের রাজ্য সফরে আসছেন নড্ডা। প্রথমদিনই তিনি যাবেন ভবানীপুর এলাকায়। যা ঘটনাচক্রে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র। দ্বিতীয়দিন তিনি যাবেন ডায়মন্ড হারবারে। যা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র। আগামী বছরের বিধানসভা ভোটের আগে বিজেপি মমতা-অভিষেককে একই বন্ধনীতে রেখে আক্রমণ শুরু করেছে। বিভিন্ন সভায় তাদের আক্রমণের বাঁধা লব্জ হল ‘পিসি-ভাইপো’। নড্ডার সফরেও বিজেপি মমতা-অভিষেকের কেন্দ্রকেই বেছে নিয়েছে। দলের রাজ্য নেতাদের বক্তব্য, তাঁরা ‘বাঘের গুহা’য় ঢুকেই লড়াই শুরু করতে চান।
নড্ডা এবং অমিত শাহ নির্বাচনের আগে প্রতি মাসে রাজ্যে আসবেন বলে বিজেপি নেতাদের দাবি। বস্তুত, নড্ডা গোটা দেশ জুড়ে যে সফর শুরু করেছেন, তারই অঙ্গ হিসেবে তিনি বাংলায় দু’দিন থাকছেন। এর পরেও তিনি একাধিক বার রাজ্যে আসবেন বলে বিজেপি নেতারা জানাচ্ছেন।
তৃণমূল অবশ্য নড্ডার সফরকে কোনও গুরুত্বই দিতে চাইছে না। দলের নেতাদের বক্তব্য, নড্ডা যতবার খুশি আসতে পারেন। তাতে ভোটের ফলাফলে কোনও হেরফের হবে না। ভবানীপুর তো বটেই, মমতা গোটা রাজ্যেই বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবেন।