Advertisement
E-Paper

ওসিকে তলবের পরেই তড়িঘড়ি এফআইআর হেয়ার স্ট্রিট থানায়, তদন্ত শুরুর নির্দেশ বিচারপতির

ভুয়ো ডিরেক্টর নিয়োগ করে পিএফ ‘দুর্নীতি’র মামলায় হেয়ার স্ট্রিট থানার ওসিকে আদালতে তলব করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এফআইআর দায়েরের পর হাজিরা থেকে তিনি অব্যাহতি পান।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২২
কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

ভুয়ো ডিরেক্টর নিয়োগ করে পিএফ ‘দুর্নীতি’র অভিযোগের মামলায় হেয়ার স্ট্রিট থানার ওসিকে আদালতে তলব করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আধ ঘণ্টার মধ্যে তাঁকে আদালতে হাজিরা দিতে বলা হয়। থানায় এফআইআর করা হচ্ছিল না বলে বিচারপতি ওসিকে ডেকেছিলেন। তাঁর নির্দেশের পরেই তড়িঘড়ি এফআইআর করা হয়। আদালতে হাজিরাও দিয়েছেন ওই থানার ওসি।

ডেল্টা লিমিটেড এবং ওলিসা রিয়্যালিটি প্রাইভেট লিমিটেড নামক দুই সংস্থার বিরুদ্ধে কয়েক জন অবসরপ্রাপ্ত কর্মচারী আদালতে মামলা করেছেন। তাঁদের অভিযোগ, সংস্থার তরফে তাঁদের প্রাপ্য প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া হচ্ছে না। তাঁদের তরফে আদালতে মামলাটি লড়ছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ওই মামলাতেই দুই সংস্থার পাঁচ জন ডিরেক্টরকে তলব করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (এসএফআইও)-কে তিনি নির্দেশ দিয়েছিলেন পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করার।

এসএফআইও-র আইনজীবী সৌভিক নন্দী শুক্রবার আদালতে জানান, দুপুর ২টোয় হেয়ার স্ট্রিট থানায় গিয়েছিলেন তাদের আধিকারিকেরা। থানায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, কলকাতা হাই কোর্টের নির্দেশনামার কপি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির পরে এফআইআর দায়ের করার বিষয়টি বিবেচনা করা হবে। এর পরেই ওই থানার ওসিকে তলব করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

তাঁর নির্দেশের কিছু ক্ষণের মধ্যে এসএফআইও-র আইনজীবীর ফোনে একটি মেসেজ আসে। এফআইআর দায়ের হয়ে গিয়েছে বলে বিচারপতিকে জানান আইনজীবী।

বিচারপতির নির্দেশ, ওই অভিযোগপত্র এবং এফআইআর কপি দ্রুত ইডিকে দিতে হবে। সেগুলি পেলেই তদন্ত শুরু করতে হবে ইডিকে। ইডির তরফে আইনজীবী ছিলেন ধীরজ ত্রিবেদী। এফআইআরের পর হেয়ার স্ট্রিট থানার ওসিকে হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে তিনি আদালতে হাজিরা দিয়েছেন।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি হয় বৃহস্পতিবার রাতেও। রাত ১০টা নাগাদ তাঁর এজলাস বসেছিল। এসএফআইও-কে তিনি শুক্রবার বিকেল ৩টেয় রিপোর্ট দিতে বলেছিলেন। কিন্তু শুক্রবার তারা আদালতে জানায়, রিপোর্ট দিতে আরও এক দিন সময় লাগবে। এতে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বলেন, ‘‘আমি কোনও কথা শুনতে চাই না। ১০ মিনিটের মধ্যে রিপোর্ট চাই।’’

অভিযুক্ত দুই সংস্থার বিরুদ্ধে ইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। কিন্তু এখনও পর্যন্ত এফআইআর দায়ের না হওয়ায় কেন্দ্রীয় সংস্থা তদন্ত শুরু করতে পারেনি। সেই কারণেই বিচারপতি গঙ্গোপাধ্যায় এসএফআইও-কে শুক্রবার এফআইআর দায়ের জন্য থানায় অভিযোগ জানাতে বলেন।

পিএফ ‘দুর্নীতি’র মামলায় ‘বড় বড়’ মাথা যুক্ত রয়েছেন বলে সন্দেহ প্রকাশ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি এ-ও বলেছিলেন, ‘‘ওঁরা আমার বদলিও করে দিতে পারেন। কিন্তু আমি এ সব বরদাস্ত করব না।’’ তার পরেই বিচারপতি জানিয়েছিলেন, রাত পর্যন্ত প্রয়োজনে তিনি এজলাসে থাকবেন এবং এই মামলা শুনবেন। বৃহস্পতিবার রাতে ৪৭ মিনিট শুনানি হয় তাঁর এজলাসে।

শুক্রবার বিচারপতি জানান, মামলার পরবর্তী শুনানির দিন ইডি এবং এসএফআইও-কে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। আগামী ২২ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।

Calcutta High Court Jobs 2023 PF Justice Abhijit Gangopadhyay Hare Street Police Station
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy