নিউ টাউনে তাঁর নামাঙ্কিত গবেষেণা কেন্দ্রেই পালিত হবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১১১তম জন্মদিন। ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ় অ্যান্ড রিসার্চ’-এর নির্মীয়মাণ প্রাঙ্গণেই আজ, সোমবার তাঁর স্মরণে আলোচনা-সভায় বক্তা পরিচালক গৌতম ঘোষ। যিনি জ্যোতিবাবুকে নিয়ে তথ্যচিত্র তৈরি করেছিলেন। বক্তা হিসেবে থাকার কথা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমেরও। সভাপতিত্ব করার কথা বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর। তার আগে পরিবশের কথা মাথায় রেখে নিউ টাউনের বাসিন্দাদের জন্য ওই গবেষণা কেন্দ্র থেকেই সীমিত সংখ্যায় ফুল ও ফলের চারাগাছ বিতরণ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রের সম্পাদক রবীন দেব।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)