Advertisement
২৫ এপ্রিল ২০২৪

১৪৪, কৈলাসকে বাধা পুলিশের

জঙ্গিপুরের বিক্ষোভ দীর্ণ এলাকায় এসে পুলিশের বাধায় ফিরে গেলেন বিজেপি’র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

কৈলাস বিজয়বর্গীয়। নিজস্ব চিত্র

কৈলাস বিজয়বর্গীয়। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
সাগরদিঘি শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ০১:৪০
Share: Save:

জঙ্গিপুরের বিক্ষোভ দীর্ণ এলাকায় এসে পুলিশের বাধায় ফিরে গেলেন বিজেপি’র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। বুধবার ওই এলাকায় ১৪৪ ধারা বহাল থাকায় জঙ্গিপুরের পুলিশ তাঁকে এলাকায় ঢুকতে দেয়নি।

বিজয়বর্গীয়ের অভিযোগ, তাঁর যাওয়ার রাস্তায় একাধিক জায়গায় কোথাও অবরোধ করে, কোথাও যানজট তৈরি করে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘সবটাই হয়েছে পুলিশের প্রশ্রয়ে তৃণমূলের গুন্ডামির কারণে।’’

বেশ কয়েকটি জায়গায় বাঁশ ফেলে, রাস্তার উপরে সার দিয়ে টোটো দাঁড় করিয়ে তাঁকে বাধা দেওয়া সত্ত্বেও দুপুরের দিকে সাগরদিঘির মোরগ্রামে পৌঁছেছিলেন তিনি। সেখানে পুলিশ তাঁকে আটকায়। গত কয়েকদিনে মুর্শিদাবাদের সুতি এলাকায় বড় ধরনের গণ্ডগোল হয়েছে। দোকানপাট ভাঙচুর থেকে বাড়ি লুটের অভিযোগও রয়েছে। বিজেপি’র দাবি, যাঁরা বা যাঁদের ঘরবাড়ি আক্রান্ত হয়েছে, তাঁরা অধিকাংশই বিজেপি’র সমর্থক।

বিজেপি মুর্শিদাবাদ (উত্তর) জেলার সভাপতি সুজিত দাস বলেন, ‘‘পরিকল্পিত ভাবেই নবগ্রামে তৃণমূলের সমর্থকেরা জমায়েত হয়ে রাস্তা অবরোধ করে। স্থানীয় পুলিশ ছিল নীরব দর্শক। সেখান থেকে তাই বাধ্য হয়ে ফিরে যান তিনি।’’

বিজয়বর্গীয় অভিযোগ করেন, “মুর্শিদাবাদে আমাদের বহু সমর্থকের বাড়িতে আগুন লাগানো হয়েছে। তাদের সঙ্গে দেখা করতেই আমি যাচ্ছিলাম ওই সব এলাকায়। কিন্তু আমাদের আটকাতে প্রশাসন জেলার বেশির ভাগ রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে যানজট তৈরি করেছে।’’

জঙ্গিপুরের এসডিপিও প্রসেনজিৎ বন্দোপাধ্যায় বলেন, “বিজেপি নেতা জঙ্গিপুরে যেতে চেয়েছিলেন। কিন্তু সেখানকার পরিস্থিতি ভাল নয়, ১৪৪ ধারা রয়েছে। তাই তিনি ফিরে যান।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE