E-Paper

আলিফার শপথের দিনে তামান্নার বাড়িতে অধীর

শপথ নেওয়ার পরে আলিফা বলেছেন, শীঘ্রই তিনি কালীগঞ্জে ফল ঘোষণার দিন বোমার আঘাতে নিহত (তৃণমূলের কর্মী-সমর্থকেরাই যে ঘটনায় অভিযুক্ত) তামান্না খাতুনের বাড়িতে যাবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ০৭:২৮
শপথবাক্য পাঠ করছেন আলিফা আহমেদ।

শপথবাক্য পাঠ করছেন আলিফা আহমেদ। —নিজস্ব চিত্র।

বিধায়ক হিসেবে শপথ নিলেন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী আলিফা আহমেদ। বিধানসভায় তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সম্মতিতেই এ দিন বিধানসভায় শপথগ্রহণ অনুষ্ঠান হয়েছে। আলিফার শপথে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, মলয় ঘটক-সহ তৃণমূলের কয়েক জন মন্ত্রী ও বিধায়ক। আলিফার বাবা নাসিরুদ্দিন (লাল) আহমেদ এই কেন্দ্রের বিধায়ক ছিলেন। বাবার মৃত্যুতে ওই আসনের উপনির্বাচনে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা। বিধানসভার তথ্য প্রযুক্তি ও গ্রান্থাগার বিষয়ক দু’টি কমিটির সদস্য করা হয়েছে তাঁকে।

শপথ নেওয়ার পরে আলিফা বলেছেন, শীঘ্রই তিনি কালীগঞ্জে ফল ঘোষণার দিন বোমার আঘাতে নিহত (তৃণমূলের কর্মী-সমর্থকেরাই যে ঘটনায় অভিযুক্ত) তামান্না খাতুনের বাড়িতে যাবেন। কালীগঞ্জের মোলান্দি গ্রামে গিয়ে এ দিনই তামান্নার বাবা-মায়ের সঙ্গে দীর্ঘ ক্ষণ কথা বলেছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী।

নিহত তামান্নার বাড়িতে কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

নিহত তামান্নার বাড়িতে কংগ্রেস নেতা অধীর চৌধুরী। —নিজস্ব চিত্র।

পরে অধীর দাবি করেন, “পুলিশ প্রথমে বিষয়টা হালকা করে দেওয়ার চেষ্টা করেছিল। আজ যেটুকু যা হয়েছে, সেটা তামান্নার মায়ের লড়াইয়ের জোরে।” তামান্নার মা সাবিনা খাতুন অভিযোগ করেন, তাঁকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, প্রশাসনের তরফে নিরপেক্ষ আচরণ করা হচ্ছে না। অভিযুক্তদের অনেকেই এখনও অধরা। তাঁদের কর্মীরা এই পরিবারের পাশে থাকবেন জানিয়ে অধীর বলেন, “মুখ্যমন্ত্রীর কাছে দাবি, এই সন্তানহারা পরিবারের কাছে আসুন।” সিবিআই তদন্ত প্রসঙ্গে তাঁর বক্তব্য, “পরিবার জানিয়েছে, আপাতত তারা পুলিশের উপরই ভরসা রাখছে। তবে দোষীরা যদি শাস্তি না পায়, তখন সিবিআই তদন্তের দাবি উঠতেই পারে।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Kaliganj Alifa Ahmed Adhir Chowdhury TMC Congress

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy