৬৪ দিন জেলে থাকার পর পরে মঙ্গলবার জামিন পেলেন সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদের দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক অর্ণব রাও। গত ৭ মার্চ গাড়ি দুর্ঘটনায় সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদের মৃত্যুর পর তাঁর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে গাড়িচালক অর্ণবকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। এ দিন হাইকোর্টে তিন মিনিটের শুনানিতেই জামিন পান অর্ণব।
আরও পড়ুন, ভীষণ কষ্ট হচ্ছে, ভয় হচ্ছে, মিস করছি কালিকা…
গত ৭ মার্চ সকাল ৭টা নাগাদ কলকাতা থেকে বেরিয়েছিল টিম-দোহার। পুলিশের দাবি, পথে গুড়াপের কাছে রাস্তার ধারে পুঁতে রাখা লোহার বিমে দোহারের গাড়িটি গিয়ে ধাক্কা মারে। প্রায় ঘষটাতে ঘষটাতে গাড়িটি প্রায় ৯০ ফুট এগিয়ে যায়। এর পর রাস্তার ডান দিকে ডিভাইডারের মতো রাখা লোহার পাতে কোনও ভাবে গাড়ির সামনের ডান দিকের চাকার টায়ার ফেঁসে যায়। পরে সেই চাকা খুলে গাড়িটি নয়ানজুলির ভিতর উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কালিকাপ্রসাদের। দোহারের বাকি সদস্যেরা আহত হন। পরে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন গাড়িচালক অর্ণব। কিন্তু এত দিন তাঁর গ্রেফতারি নিয়ে কোনও মহলে কোনও তত্পরতা ছিল না। সম্প্রতি ফের আলোচনায় উঠে আসে বিষয়টি।