Advertisement
২৬ এপ্রিল ২০২৪
West Bnegal News

রাজ্যের সেরা থানার শিরোপা পেল কালিয়াগঞ্জ

আইসি বিচিত্রবিকাশের দাবি, কালিয়াগঞ্জ থানার ও ট্র্যাফিক বিভাগের পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের সহযোগিতাতেই সেরা থানার শিরোপা মিলেছে। সহযোগিতা করেছেন বাসিন্দারাও।

নিজস্ব সংবাদদাতা
কালিয়াগঞ্জ শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৩
Share: Save:

রাজ্যে সেরা থানার শিরোপা পেল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানা। সোমবার কলকাতার ধর্মতলায় মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চের পাশে রাজ্য পুলিশের তরফে গত তিন বছরে পারদর্শীতার বিচারে রাজ্যের সেরা পুলিশকর্মী ও সেরা থানার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানেই মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্রবিকাশ রায়ের হাতে সেরা থানার পুরস্কার তুলে দেন।

আইসি বিচিত্রবিকাশের দাবি, কালিয়াগঞ্জ থানার ও ট্র্যাফিক বিভাগের পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের সহযোগিতাতেই সেরা থানার শিরোপা মিলেছে। সহযোগিতা করেছেন বাসিন্দারাও।

পুলিশ সূত্রে খবর, গত বছর ফেব্রুয়ারিতে রাজ্যপুলিশের প্রতিনিধিদল ৫০০টিরও বেশি থানা পরিদর্শন করেন। কালিয়াগঞ্জ থানা পরিদর্শনে আসেন তৎকালীন রাজ্য দুর্নীতিদমণ শাখার এডিজি গঙ্গেশ্বর সিংহ ও রাজ্য পুলিশের ইনস্পেক্টর জেনারেল (সদর-২) আনন্দ কুমার। তাঁরা গত তিন বছরে থানার বিভিন্ন মামলা ও অপরাধ দমনের নথি, পুলিশকর্মীদের পারদর্শীতা, আগাম পাওয়া তথ্যে গ্রেফতারের সংখ্যা, থানা চত্বরের সৌন্দর্যায়ন, অভিযোগ জানাতে আসা বাসিন্দাদের জন্য পরিকাঠামো ইত্যাদি খতিয়ে দেকে রিপোর্ট তৈরি করেন। তার বিচারে গত ডিসেম্বরে রাজ্য পুলিশের তরফে কালিয়াগঞ্জ থানাকে রাজ্যে সেরা থানা ঘোষণা করা হয়। জানুয়ারিতে তা জানানো হয় আইসি-কে।

জেলা পুলিশ সুপার সুমিত কুমারের বক্তব্য, কালিয়াগঞ্জ থানা রাজ্যের মধ্যে সেরা থানার সম্মান পেয়েছে। এই সম্মানে জেলার সমস্ত পুলিশকর্মী গর্বিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kaliyaganj police station
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE