এখনই লোকসভার চিফ হুইপের পদ থেকে পদত্যাগ করা উচিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এইবার কল্যাণের বিরুদ্ধে সরব আারামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে মুখ খোলার কারণেই কল্যাণের বিরুদ্ধে তোপ দেগেছেন অপরূপা।
অপরূপার দাবি, অভিষেক শুধু লোকসভার সাংসদ নন। তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদকও। তাই তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ করলে তা দলের অভ্যন্তরে করা উচিত। প্রকাশ্যে কথা বলে কল্যাণ দলবিরোধী কাজ করেছেন বলেও অভিযোগ অপরূপার।