কলকাতার দুর্গাপুজোয় এখন একচেটিয়া আধিপত্য তৃণমূল কংগ্রেসের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুজো উদ্বোধনে সব থেকে বেশি তৎপর। এর পাল্টা শহরের পুজোয় প্রভাব বাড়াতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে এসেছিল বিজেপি-ও। এই আবহে কংগ্রেস এ বার পুজোয় সামনে রাখছে রাজ্যে এআইসিসি-র পর্যবেক্ষক এবং জম্মু ও কাশ্মীরে পরিষদীয় দলনেতা গুলাম আহমেদ মীরকে।
কলকাতায় পুজোর অনুষ্ঠানে এআইসিসি-র পর্যবেক্ষক যোগ দিচ্ছেন, সাম্প্রতিক কালে এই দৃশ্য দেখা যায়নি। মীর আজ, রবিবার, ষষ্ঠীর দিন হাওড়া ও শহরের পাঁচটি পুজো মণ্ডপ উদ্বোধন ও দর্শন করবেন। এই তালিকায় রয়েছে বড়িশায় সাবর্ণ রায়চৌধুরী (বড় বাড়ি), মুদিয়ালি আমরা ক’জন, হাওড়া জাতীয় সেবাদলের পুজো প্রভৃতি। প্রসঙ্গত, মুদিয়ালির ওই পুজোটির অন্যতম উদ্যোক্তা কংগ্রেসের দক্ষিণ ২৪ পরগনার (১) জেলা সভাপতি মহম্মদ মোক্তার। মীরের সঙ্গেই মণ্ডপে থাকার কথা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শনিবার শুভঙ্কর বলেছেন, “দুর্গাপুজো মানে সৌভ্রাত্রবোধ। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে মানুষ যাতে ভাল থাকেন, মা দুর্গার কাছে আমারা সেই প্রার্থনাই করব।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)