পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাসের হত্যাকাণ্ডের পরেই বাংলা থেকে পালিয়ে সে গা-ঢাকা দিয়েছিল তামিলনাড়ুর আদিয়ারে। মোবাইল ফোন বন্ধ রেখে নাম ভাঁড়িয়ে নিয়েছিল নির্মাণকর্মীর কাজ। কিন্তু শেষরক্ষা হল না। সিআইডি-র জালে ধরা পড়ে গেল অসীম-হত্যায় মূল অভিযুক্ত আজিজুল শেখ ওরফে লঙ্কা। তার বাড়ি বীরভূমের পাড়ুইয়ে। সোমবার বিকেলে তাকে আদিয়ারে গ্রেফতার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনার জন্য মঙ্গলবার তাকে স্থানীয় আদালতে তোলা হয়। এই নিয়ে ওই হত্যাকাণ্ডে ১০ জনকে গ্রেফতার করল সিআইডি।
সিআইডি-র এক শীর্ষ কর্তা জানান, অসীমবাবুকে গুলি করেছিল বছর কুড়ির আজিজুলই। ‘সুপারি কিলার’ বা ভাড়াটে খুনি হিসেবে এলাকায় কুখ্যাতি রয়েছে তার। আজিজুলের সঙ্গী মহম্মদ সুরজকে অক্টোবরে তামিলনাড়ুরই চেন্নাইয়ের মানালিতে গ্রেফতার করে সিআইডি।
সিআইডি জানাচ্ছে, আজিজুল ও সুরজের বাড়ি বীরভূমের পাড়ুইয়ের ঘিদোহ গ্রামে। ১২ জুলাই তারা মোটরবাইকে চেপে মঙ্গলকোটে পৌঁছয়। বাইক চালাচ্ছিল সুরজ। পিছনে বসে ছিল আজিজুল। পিছনে বসা অবস্থাতেই সে গুলি করে অসীমবাবুকে। তার পরে দু’জনেই পালিয়ে যায়। প্রথমে জানা গিয়েছিল, গুলি চালিয়েছে সুরজ। কারণ, সে-ও ‘শার্প শুটার’। পরে জেরার মুখে উঠে আসে আজিজুলের নাম।