Advertisement
E-Paper

কিংবদন্তি তবলা বাদক পণ্ডিত জাকির হুসেনকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হতে চলেছে ‘কলকাতা ইন্টারন্যাশনাল ড্রাম ফেস্টিভ্যাল’

কিংবদন্তি তবলা বাদক পণ্ডিত জাকির হুসেনকে শ্রদ্ধা জানিয়ে এই বছরের অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে। যিনি ভারতীয় শাস্ত্রীয় ও ফিউশন সংগীতে তাঁর এক অনন্য অবদান রেখে গেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১৮:০৭
চিত্র: সংগৃহীত

চিত্র: সংগৃহীত

সংগীতপ্রেমীদের জন্য সুখবর! কলকাতা আবারও সাক্ষী হতে চলেছে সুর, তাল ও লয়ের এক দুর্দান্ত সন্ধ্যার। আগামী ৯ মার্চ নজরুল মঞ্চে, দ্বিতীয় বর্ষে অনুষ্ঠিত হতে চলেছে ‘কলকাতা ইন্টারন্যাশনাল ড্রাম ফেস্টিভ্যাল’। কিংবদন্তি তবলা বাদক পণ্ডিত জাকির হুসেনকে শ্রদ্ধা জানিয়ে এই বছরের অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে। যিনি ভারতীয় শাস্ত্রীয় ও ফিউশন সংগীতে তাঁর এক অনন্য অবদান রেখে গেছেন। ‘কলকাতা ইন্টারন্যাশনাল ড্রাম ফেস্টিভ্যাল’-এর মঞ্চে কিংবদন্তি তবলা বাদক পণ্ডিত জাকির হুসেনকে শ্রদ্ধাজ্ঞাপন করতে একই সঙ্গে পারফর্ম করবেন কলকাতার ১০ জন খ্যাতনামা সঙ্গীতশিল্পী।

বিখ্যাত তবলা শিল্পী পণ্ডিত সুবেন চট্টোপাধ্যায়ের ভাবনায় এবং তাঁর পুত্র সম্বিত সি-এর তত্ত্বাবধানে এই বছরের ‘কলকাতা ইন্টারন্যাশনাল ড্রাম ফেস্টিভ্যাল’-এর আয়োজন করা হয়েছে। ‘ইভেন্টমাস’ এবং ‘মেক ক্যালকাটা রেলেভেন্ট এগেন’-এর সহযোগিতায় এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন। বর্তমানে এটিই পূর্ব ভারতের সবচেয়ে বড় বাদ্যযন্ত্র উৎসব।

এ বারের ‘কলকাতা ইন্টারন্যাশনাল ড্রাম ফেস্টিভ্যাল’-এর আসরে থাকছেন দেশ-বিদেশের একাধিক স্বনামধন্য ড্রামার এবং পারকাশন শিল্পীরা। তাঁদের মধ্যে রয়েছেন, শিবমণি, শরিক টাকের, সন্দীপন পারিয়াল, পণ্ডিত সুবেন চট্টোপাধ্যায় ও কার্মা, তন্ময় দাস, বন্টি এফটি বিপিএম, পদ্মশ্রী গোকুল চন্দ্র দাস ও তাঁর দল, স্টাডি গ্রুপ এবং সঞ্জয় দাস ও তাঁর দল।

এ ছাড়াও, বিশেষ পারফরম্যান্স থাকবে ‘স্টাডি গ্রুপ’-এর। যেখানে মঞ্চ মাতাবেন জীবরাজ সিং, প্রেমজিৎ দত্ত, দেবজিৎ মহালানবিশ, কাহিনি পঞ্জাবি এবং রাহুল বনামালী। পাশাপাশি, কলকাতার জনপ্রিয় বাংলা ব্যান্ড ‘ফসিলস্’-এর তন্ময় দাস এবং ‘দ্য অনুপম রায় ব্যান্ড’-এর সন্দীপন পারিয়াল একসঙ্গে এক দুর্দান্ত ড্রাম ডুয়েট পরিবেশন করবেন। একই মঞ্চে সুর তাল-লয়ের যাদুতে তৈরি হবে এক অনন্য সন্ধ্যা।

ইভেন্ট কো-অর্ডিনেটর আরিয়ান রামকৃষ্ণণ জানিয়েছেন, “এই বছর ‘কলকাতা ইন্টারন্যাশনাল ড্রাম ফেস্টিভ্যাল’-এর বিশেষ আকর্ষণ হচ্ছে অতিথি শিল্পী শিবমণির পারফরম্যান্স। পাশাপাশি থাকছেন দেশ বিদেশের আরও খ্যাতনামা সংগীতশিল্পীরা। আগামীকাল অর্থাৎ ৯ মার্চ পণ্ডিত জাকির হুসেনের জন্মদিন। তাই এই বিশেষ দিনটিকেই আমরা বেছে নিয়েছি তাঁকে শ্রদ্ধা জানানোর জন্যে। আশা করছি অনুষ্ঠানটি সকলের কাছেই খুব মনোগ্রাহী হবে।”

‘কলকাতা ইন্টারন্যাশনাল ড্রাম ফেস্টিভ্যাল’-এর মূল উদ্দেশ্যই হল পারকাশন শিল্পের আভিজাত্যকে উদ্‌যাপন করা এবং পণ্ডিত জাকির হুসেনের অসামান্য সংগীত জীবনকে সম্মান ও শ্রদ্ধা জানানো। সকল সংগীতপ্রেমীদের জন্য এটি এক অনন্য সন্ধ্যা হতে চলেছে। যেখানে ভারতীয় এবং আন্তর্জাতিক পারকাশন শিল্পীরা একসঙ্গে এক মঞ্চে সংগীতের মাধ্যমে তৈরি করবেন এক দুর্দান্ত পরিবেশ। যেখানে সুর, তাল ও লয়ের এক অভূতপূর্ব সংগীতযাত্রার মাধ্যমে ‘কলকাতা ইন্টারন্যাশনাল ড্রাম ফেস্টিভ্যাল’-এর মঞ্চ নতুন প্রাণ পাবে।

এই অভিনব সন্ধ্যার সাক্ষী থাকতে হলে পাশের লিঙ্কে ক্লিক করে আজই টিকিট সংগ্রহ করুন: https://www.district.in/kolkata-international-drum-festival-2025-mar9-2025/event

অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার আনন্দবাজার ডট কম।

Zakir Hussain music Singers
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy