বড়দিনের আগে মল্লিকবাজার থেকে পাঁচ শিশুশ্রমিককে উদ্ধার করল পার্ক স্ট্রিট থানা। গাড়ির যন্ত্রাংশের দোকানে কিশোরদের কাজ করতে দেখে স্বেচ্ছাসেবী সংস্থা ‘বচপান বাচাও আন্দোলন’ পার্ক স্ট্রিট থানায় অভিযোগ জানায়। সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে পাঁচ শিশুকে উদ্ধার করে তাদের হোমের পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।
পার্ক স্টিট থানা সূত্রে খবর, খুব সামান্য টাকার বিনিময়ে মল্লিকবাজারের বিভিন্ন দোকানে কাজ করত ওই পাঁচ শিশু। দালাল মারফত তাদের বিহার, ঝাড়খণ্ড থেকে কলকাতায় আনা হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ।
এর আগেও লকডাউনের পরে ময়দান থানা এলাকা থেকে ২১ জন শিশুশ্রমিককে উদ্ধার করে পুলিশ। প্রধানত বিহার, ঝাড়খণ্ড থেকে দালাল চক্রের মাধ্যমে তাদেরকে কলকাতা আনা হয় বলে জানা যাচ্ছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় তাদের কাজে লাগানো হয় ‘কমিশন’-এর ভিত্তিতে। শিশুশ্রমিকদের কাজে লাগানোর নেপথ্যে একটি দালালচক্র সক্রিয় বলে খবর। ওই চক্রের মাথাদের খোঁজে নেমেছে কলকাতা পুলিশ।