ভোজেরহাটে যুবক খুনের ঘটনায় তাঁরই এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম রাজেশ শেখ। তাকে শনিবার রাতে মেটিয়াবুরুজ থেকে ধরে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এবং গোয়েন্দা বিভাগের যৌথ তদন্তকারী দল। পুলিশের দাবি, মাত্র এক হাজার টাকা নিয়ে গোলমালের জেরে বন্ধু সানি শেখকে খুন করেছিল রাজেশ। নিহত ও অভিযুক্ত, দু’জনেই আদতে মুর্শিদাবাদের বাসিন্দা।
গত ১৯ এপ্রিল ভোজেরহাটের একটি বাড়ি থেকে সানির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ময়না-তদন্তের পরে পুলিশ জানতে পারে, ওই যুবকের মাথায় এবং কপালে আঘাতের চিহ্ন রয়েছে। শাবল জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয়েছিল বলেও জানতে পারেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রের খবর, আরও জানা যায়, ঘটনার কিছু দিন আগে সানির এক বন্ধু এসেছিলেন। কিন্তু, দেহ উদ্ধারের আগের দিন তিনি চলে যান। সেই সূত্র ধরেই রাজেশের নাম উঠে আসে। কিন্তু পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, রাজেশ ভরতপুরের বাড়িতে ফেরেনি। অভিযুক্তের মোবাইলও ছিল বন্ধ। সম্প্রতি মোবাইল টাওয়ারের অবস্থান থেকেই মেটিয়াবুরুজে রাজেশের খোঁজ মেলে। সেখানে তিনি একটি হোটেলে বাসন ধোয়ার কাজ নিয়েছিলেন।
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
রাজেশকে প্রাথমিক জেরা করে পুলিশ জেনেছে, সে সানির কাছে এক হাজার টাকা পেত। ওই টাকা নিয়েই বচসা শুরু হয়েছিল। তার জেরেই খুন। তবে কী ভাবে খুন, তা জানতে রবিবার রাত পর্যন্ত সানিকে টানা জেরা করেছেন তদন্তকারীরা।
পুলিশ জানিয়েছে, সানি বছর তিনেক আগে ভোজেরহাটে বাড়ি ভাড়া নিয়েছিলেন। গ্রামের মহিলাদের থেকে বাসনের বিনিময়ে চুল সংগ্রহ করতেন তিনি। সেই চুল বিক্রি করে টাকা আয় করতেন। তাঁর তিনটি
বিয়ে হলেও কোনও স্ত্রী তাঁর সঙ্গে থাকতেন না।