Advertisement
১১ মে ২০২৪
Electricity Theft

বিদ্যুৎ চুরি করে পাড়ায় সরবরাহ, গ্রেফতার ১

এই ভাবে বিদ্যুৎ চুরি করে তা বিক্রি করার অভিযোগ গুলামের ভাইয়ের বিরুদ্ধেও উঠেছে।

ফাইল চিত্র

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ ০২:০৩
Share: Save:

কামারহাটি এলাকায় বিদ্যুৎ চুরির অভিযোগে গুলাম আলি ওরফে সাজ্জু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, কুমোরপাড়া এলাকায় সিইএসসি-র বিদ্যুৎ সংযোগকারী বক্স এবং মিটার পিলার বক্স থেকে তিনি শুধু নিজের ব্যবহারের জন্যই বিদ্যুৎ চুরি করতেন না, সেই বিদ্যুৎ ওই এলাকায় সরবরাহ করে মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা রোজগারও করতেন। বুধবার ব্যারাকপুর আদালতে তোলা হলে তাঁকে ২০ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

সিইএসসি-র অভিযোগ অনুযায়ী, কুমোরপাড়া এলাকার যে সব পরিবার শুধু আলো, পাখা ও টিভি ব্যবহারের জন্য গুলামের কাছ থেকে বিদ্যুৎ নিত, তাদের কাছ থেকে ২০০ টাকা করে নিতেন তিনি। হিটার ব্যবহার করলে অতিরিক্ত ৩০০ টাকা এবং ফ্রিজ ব্যবহার করলে আরও ২০০ টাকা করে গুলামকে দিতে হত বলে পুলিশের কাছে সিইএসসি অভিযোগ জানিয়েছে।

এই ভাবে বিদ্যুৎ চুরি করে তা বিক্রি করার অভিযোগ গুলামের ভাইয়ের বিরুদ্ধেও উঠেছে। তাঁর নাম কিয়ামুদ্দিন বলে পুলিশ জানিয়েছে। সিইএসসি-র কর্তাদের একাংশের অভিযোগ, গুলামের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ বহুদিনের। কিন্তু অভিযোগ, রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় থাকার ফলে পুলিশকে জানিয়ে কোনও লাভ হয়নি। শেষে ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার মনোজ বর্মার দ্বারস্থ হন তাঁরা। মূলত তাঁরই হস্তক্ষেপে গুলামকে গ্রেফতার করা হয়। অভিযোগ, যে হারে গুলাম এত দিন ধরে বিদ্যুৎ চুরি করেছেন, তাতে তাঁর প্রায় ১৪ লক্ষ টাকা জরিমানা হওয়ার কথা।

পুলিশ সূত্রের খবর, গুলামেরা তিন ভাই। বড় ভাই রাজু এক সময়ে বেলগাছিয়া এলাকায় থাকতেন। মাদক সংক্রান্ত অভিযোগে তাঁকে এক বার লালবাজার গ্রেফতারও করে। মাদক পাচারের অভিযোগ উঠেছে গুলাম ও কিয়ামুদ্দিনের বিরুদ্ধেও। গুলাম আদতে ডেকরেটরের ব্যবসা করেন। সিইএসসি-র তরফে দাবি করা হয়েছে, গত বছরের ১৪ সেপ্টেম্বর এবং ২৫ নভেম্বর গুলামের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Electricity Theft
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE