জাহাজ তৈরির কাজের সময় কারখানায় প্রায় আড়াই টনের ভারি লোহার জিনিস পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। অন্য এক জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি বুধবার দুপুর সাড়ে ৩টে নাগাদ গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে ঘটেছে। মৃত শ্রমিকের নাম রজনীশ শুক্ল (৩৫) এবং আহত শ্রমিকের নাম গোপাল মল্লিক। মৃতের বাড়ি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। গোপালের বাড়ি হাওড়ায়। ঠিক কী ভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে রজনীশ এবং গোপাল ব্লক ফ্যাব্রিকেশন ইউনিটে কাজ করছিলেন। সেখানে জাহাজ তৈরির কাজ হচ্ছিল। গোপাল এবং রজনীশ দু’জনেই চুক্তিভিত্তিক শ্রমিক। তাঁরা ব্লকের সঙ্গে সাইড সেল জুড়ছিলেন। প্রতিটা সাইড সেল প্রায় আড়াই টন ভারি। সেই সেলগুলিকে মোটা নাইলনের দড়ি দিয়ে বেঁধে ক্রেনের সাহায্যে তোলা হচ্ছিল। সেই সময় আচমকাই দড়ি ছিঁড়ে যায়। যার জেরে ঘটে বিপত্তি। ভারি সাইড সেল ছিটকে গিয়ে পড়ে রজনীশের উপর। গুরুতর জখম হন গোপালও। তড়িঘড়ি তাঁদের সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা রজনীশকে মৃত বলে ঘোষণা করেন। গোপাল হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, দুর্ঘটনায় গোপালের হাত ও মেরুদণ্ডে আঘাত লেগেছে।
খবর দেওয়া হয় পুলিশে। ঠিক কী ভাবে এই দুঘর্টনাটি ঘটল তা তদন্ত করে দেখছে তারা। পাশাপাশি কারখাখানার বাকি শ্রমিকদেরকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।