মেট্রোর কাজ করতে গিয়ে ফের বউবাজারের কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে। এর ফলে আতঙ্ক দেখা দিয়েছে এলাকায়। ওই এলাকা থেকে অনেক মানুষ ঘর ছেড়ে অন্যত্র গিয়ে থাকছেন। যদিও প্রশাসনের তরফে সাহায্যের আশ্বাস দেওয়া হচ্ছে। আজ, শুক্রবার নজর থাকবে সেই পরিস্থিতির দিকে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
এসএসসি মামলা হাই কোর্টে
আজ এসএসসির গ্ৰুপ-ডি, গ্ৰুপ-সি এবং শিক্ষক নিয়োগ মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে। প্রায় এক মাস পর এই মামলার শুনানি হতে পারে।
মেঘালয়ে তৃণমূলের সঙ্কট
মেঘালয়ে তৃণমূলের সঙ্কট দেখা দিয়েছে। সেখানকার নেতাদের কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে বলা হয়েছে দলের তরফে। কেউ আসেন কি না, আজ সে দিকে নজর থাকবে।
ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্মেলন
আজ বিধাননগরে ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্মেলনের দ্বিতীয় দিন। ওই দিকেও নজর থাকবে।
সিপিআই (এমএল)-এর রাজ্য সম্মেলন
আজ থেকে মৌলালি যুব কেন্দ্রে সিপিআই (এমএল)-এর লিবারেশনের তিন দিনের রাজ্য সম্মেলন শুরু হয়েছে।
মালদহে নিয়ে যাওয়া হল সুশান্তকে
মালদহে নিয়ে যাওয়া হয়েছে সুতপা খুনে অভিযুক্ত সুশান্তকে। সেই ঘটনার গতিপ্রকৃতির দিকে আজ নজর থাকবে।
দেশের কোভিড পরিস্থিতি
দেশে গত ২৪ ঘণ্টায় দু’হাজার ৮২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দৈনিক সংক্রমণ হঠাৎ অনেকখানি বেড়ে যাওয়ার পর বুধবার এই সংখ্যা কিছুটা কমেছিল। এই অবস্থায় আজ কত সংক্রমণ হয় সে দিকে নজর থাজবে।
অশান্ত শ্রীলঙ্কার পরিস্থিতি
দেশ জুড়ে অর্থনৈতিক সঙ্কট ও নৈরাজ্যের আবহে বৃহস্পতিবার শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন রনিল বিক্রমসিঙ্ঘে। এ বার নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। আজ সেখানকার পরিস্থিতির দিকে নজর থাকবে।
আইপিএল
আজ আইপিএলে বেঙ্গালুরু বনাম পঞ্জাবের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হবে।