Advertisement
E-Paper

শহরে দু’টি অস্বাভাবিক মৃত্যু

অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। রবিবার, বেলেঘাটার সুভাষ সরোবর এলাকায়। মৃতের নাম জয়ন্ত ঘোষ (৩৯)। পুলিশ জানায়, এ দিন সুভাষ সরোবরের কাছে একটি মাঠে জয়ন্তকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে জানান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০১৬ ০১:২৫

অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। রবিবার, বেলেঘাটার সুভাষ সরোবর এলাকায়। মৃতের নাম জয়ন্ত ঘোষ (৩৯)। পুলিশ জানায়, এ দিন সুভাষ সরোবরের কাছে একটি মাঠে জয়ন্তকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে জানান। পুলিশ জানিয়েছে, জয়ন্ত একটি ছোট দোকান চালাতেন। ব্যবসায় ক্ষতি হওয়ায় আর্থিক সঙ্কটে ভুগছিলেন তিনি। ময়না-তদন্তের রিপোর্টে জয়ন্তর পাকস্থলীতে কীটনাশকের নমুনা মিলেছে। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। এ দিনই রতনবাবুর ঘাট থেকে উদ্ধার হয় এক ব্যক্তির দেহ। তাঁর নাম মুস্তাফিলস (২৮)। পুলিশ জানায়, দু’দিন আগে বিচালি ঘাটে লঞ্চ থেকে পড়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ মুস্তাফিলসের দেহ গঙ্গায় ভেসে ওঠে। খবর পেয়ে পরিজনেরা এসে দেহ শনাক্ত করেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy