দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ থেকে শুরু হচ্ছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। প্রথম দিনে তাঁর কর্মসূচি রয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। সেখানে ফুলতলা সাগরসঙ্ঘের মাঠে দুপুরে জনসভা করবেন তিনি। গোটা জানুয়ারি মাস ধরে রাজ্যের বিভিন্ন জেলায় কর্মসূচি রয়েছে অভিষেকের। তা শুরু হচ্ছে আজ বারুইপুরের সভা দিয়েই। এই সভায় অভিষেক কী বার্তা দেন, সে দিকে নজর থাকবে।
৩২ বছর বাদে পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্ব ইজতেমা। হুগলির ধনেখালি বিধানসভার অন্তর্গত পুইনানে আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। চলবে আগামী সোমবার পর্যন্ত। ধর্মীয় অনুষ্ঠান হলেও বিভিন্ন শিবিরের রাজনৈতিক নেতাদের প্রস্তুতি পর্বে নিয়মিত যাতায়াত স্পষ্ট করে দিয়েছে, ভোটের অব্যবহিত আগে এটি ধর্মীয় অনুষ্ঠান হলেও রাজনীতির ছোঁয়া রয়েছে। শুরুর দিন বিশ্ব ইজতেমায় কী কী হয়, সেই খবরে নজর থাকবে।
ভোটার শুনানির প্রথম দিকে জেলায় জেলায় ‘অব্যবস্থা’র অভিযোগ ওঠে। শুনানিকেন্দ্রের বাইরে দেখা যায় বয়স্ক ভোটারদের ভিড়। অসুস্থ অবস্থায়, এমনকি অ্যাম্বুল্যান্সে করেও শুনানির জন্য যেতে দেখা যায়। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। তাতে জানানো হয়, ৮৫ বছর বা তার বেশি বয়সি ভোটার, অসুস্থ বা বিশেষ ভাবে সক্ষমেরা চাইলে শুনানিকেন্দ্রে না যাওয়ার অনুরোধ করতে পারেন। বাড়ি বাড়ি গিয়েই তাঁদের শুনানি করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পরেও অনেক জায়গায় তার বাস্তব প্রতিফলন হয়নি বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাজ্যে শুনানি ঘিরে কী পরিস্থিতি থাকে, সে দিকে নজর থাকবে আজ।
জাঁকিয়ে শীত পড়েছে পশ্চিমবঙ্গে। জেলায় জেলায় হাড়কাঁপানো ঠান্ডা। তাপমাত্রা অনেক জায়গায় নেমে গিয়েছে ১০ ডিগ্রির নীচে। এমনকি, দক্ষিণবঙ্গের অনেক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রিরও নীচে পৌঁছে যাচ্ছে। কলকাতায় চলতি মরসুমের শীতলতম দিন ছিল বুধবার। পারদ নেমেছিল ১১ ডিগ্রিতে। বৃহস্পতিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি। তবে পারদ দক্ষিণবঙ্গে কিছুটা চড়তে পারে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।