দমদমে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সংলগ্ন মাঠে বোমা ফেটে আহত হল দু’জন। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ। আহতদের নাম জনি হালদার এবং আর্নল্ড গডউইল। তবে ওই দু’জন কেউই ওই স্কুলের ছাত্র নয় বলে জানা গিয়েছে। জনি সুরেন্দ্রনাথ কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র এবং আর্নল্ড একাদশ শ্রেণির পড়ুয়া। তবে তারা ওই এলাকারই বাসিন্দা। এদের মধ্যে জনির আঘাত গুরুতর। সে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। চিকিত্সকেরা জানিয়েছেন, বিস্ফোরণে জনির হাত ঝলসে গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার ওই বেসরকারি স্কুলটি বন্ধ ছিল। স্কুল সংলগ্ন মাঠে এ দিন একটি ক্রিকেট ম্যাচ হওয়ার কথা ছিল। সেই কারণে স্থানীয় কয়েক জন যুবক মাঠটি পরিষ্কার করতে সকাল সকাল হাজির হয়। মাঠে একটি প্ল্যাস্টিকের ব্যাগ কুড়িয়ে পায় তারা। বল ভেবে ব্যাগের মধ্যে থাকা বোমাগুলিকে নিয়ে খেলতে থাকে ওই দুই যুবক। একটি বোমা আচমকাই ফেটে যায় জনির হাতে। ঝলসে যায় তার হাত। কাছেই দাঁড়িয়ে ছিল আর্নল্ড, সে-ও বোমার আঘাতে আহত হয়। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা দেখা হচ্ছে।