ছ’বছর আগে হাসপাতালের প্রতিষ্ঠা দিবসের চা-চক্রে যোগ দিয়ে কয়েক জন চিকিৎসক ও কর্তৃপক্ষ মিলে আলোচনা করেছিলেনরোবোটিক অস্ত্রোপচার চালু করার বিষয়ে। এর পরে সরাসরি মুখ্যমন্ত্রীর থেকে অনুমোদনও মিলেছিল। কিন্তু মাঝে কোভিড-পর্বের জন্য আটকে যায় পুরো প্রকল্পই। বছরখানেক আগে ফের সলতে পাকানো শুরু হয়ে, মাস দেড়েক আগে রোবোটিকঅস্ত্রোপচার চালু হয়েছে এসএসকেএমে। সে দিন থেকে মঙ্গলবার পর্যন্ত মোট ২২ জন রোগীর রোবোটিক অস্ত্রোপচার হয়েছে। সেই রোগীদের মধ্যে শিশুথেকে প্রবীণ— আছেন বিভিন্ন বয়সের মানুষ।
গত জুলাইয়ে এসএসকেএমের নতুন বহির্বিভাগের পাঁচতলার অপারেশন থিয়েটারে প্রায় সাত কোটি টাকা দামের একটি বিদেশি রোবট বসেছে। রোবোটিক অস্ত্রোপচার করার জন্য তিনটি বিভাগের ছ’জনচিকিৎসক প্রশিক্ষণ নিয়েছেন। ২৩ সেপ্টেম্বর থেকে শল্য, স্ত্রী-রোগ, ইউরোলজি বিভাগের রোগীরা রোবোটিক অস্ত্রোপচারের সুযোগ পাচ্ছেন। হাসপাতাল সূত্রের খবর, প্রশিক্ষণপ্রাপ্ত শল্যচিকিৎসক দীপ্তেন্দ্র সরকার, সিরাজ আহমেদ, ইউরোলজির চিকিৎসক দেবাংশু সরকার, কৃষ্ণেন্দু মাইতি এবং স্ত্রী-রোগ বিভাগের চিকিৎসক গৌরীশঙ্কর কামিল্লা ওদেবমাল্য মাইতিকে নিয়ে তৈরিকরা হয়েছে রোবোটিক অস্ত্রোপচার বোর্ড।
এখন ওই তিনটি বিভাগ থেকে যে রোগীদের রোবোটিক অস্ত্রোপচার প্রয়োজন বলে মনে করা হচ্ছে, তাঁদের নাম ও তথ্য প্রথমে পাঠানো হচ্ছে বোর্ডের কাছে। সেখানকার সিদ্ধান্ত মতো হচ্ছে অস্ত্রোপচার। দীপ্তেন্দ্রর কথায়, ‘‘জরায়ু বাদ দেওয়া থেকে শুরু করে প্রস্টেট ক্যানসার, কোলন ক্যানসার-সহ বেশ কয়েকটি জটিল অস্ত্রোপচারও অত্যন্ত সফল ভাবে করা গিয়েছে।’’ ১২ বছরেরএক বালকের কিডনি থেকে প্রস্রাব বেরোনোর নালি বাধাপ্রাপ্ত ছিল। সেই জটিল সমস্যাতেও রোবোটিক অস্ত্রোপচার সফল ভাবে করা সম্ভব হয়েছে বলে জানাচ্ছেন দেবাংশু। তিনি বলেন, ‘‘ওই বালকের আরও একটি কিডনিতে সমস্যা রয়েছে।সেটিরও রোবোটিক অস্ত্রোপচার করা হবে।’’
রোবোটিক অস্ত্রোপচারের পরে রোগীদের ভর্তি থেকে ছুটি দেওয়া দু’-তিন দিনের মধ্যে সম্ভব হচ্ছে বলে জানাচ্ছেন সিরাজ। তাঁর কথায়, ‘‘অস্ত্রোপচারে রক্তক্ষরণ কম, সেই সঙ্গে অস্ত্রোপচার-পরবর্তী সমস্যাও খুবই কম। ফলে, রোগীরা তাড়াতাড়ি কাজেও ফিরতে পারছেন।’’ সার্জিক্যাল অঙ্কোলজি ও গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের চিকিৎসকদেরও প্রশিক্ষণ দেওয়া শুরু হবে বলে খবর।হাসপাতালের এক আধিকারিকের কথায়, ‘‘পূর্বাঞ্চলে এই প্রথম সরকারি মেডিক্যাল কলেজে বিনামূল্যে কয়েক লক্ষ টাকার অস্ত্রোপচারের সুযোগ পাচ্ছেনসাধারণ মানুষ।’’ এসএসকেএমের উডবার্ন ব্লকে ভর্তি থাকা রোগীরাও এই সুযোগ পাচ্ছেন। তবে তার জন্য রোবোটিক অস্ত্রোপচারের প্রয়োজনীয় সরঞ্জাম (২০ থেকে ৫০ হাজার), অপারেশন থিয়েটারের ভাড়া ও আনুষঙ্গিক খরচ (২০ হাজার) দিতে হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)