Advertisement
০৮ মে ২০২৪

পুজোয় ২৪ ঘণ্টাই খোলা শৌচালয়

পুজোর সময়ে ২৪ ঘণ্টা খোলা থাকবে কলকাতা পুরসভার অধীনে সব শৌচালয়। বুধবার পুরসভার বস্তি দফতরের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানান, শহরে স্থায়ী শৌচালয়ের সংখ্যা সাড়ে তিনশোরও বেশি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৬ ০১:৫৭
Share: Save:

পুজোর সময়ে ২৪ ঘণ্টা খোলা থাকবে কলকাতা পুরসভার অধীনে সব শৌচালয়। বুধবার পুরসভার বস্তি দফতরের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানান, শহরে স্থায়ী শৌচালয়ের সংখ্যা সাড়ে তিনশোরও বেশি। পুজোয় দর্শনার্থীদের সুবিধায় প্রতিটি শৌচালয় দিন-রাত খোলা রাখতে বলা হয়েছে। এ ছাড়া, কোনও ঠিকাদার সংস্থা শৌচালয়ের ধার্য মূল্যের বেশি দাবি করলে তা পুর প্রশাসনের কাছে জানাতে বলা হয়েছে। সে ক্ষেত্রে ওই সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান স্বপনবাবু।

এ দিন স্বপনবাবু জানান, শহরের সব বড় পুজো মণ্ডপে, যেখানে দর্শনার্থীর সংখ্যা বেশি থাকে, সেখানে বায়ো টয়লেট রাখছে পুরসভা। যেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিবেশ সুস্থ রেখে বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা থাকে। এ ছাড়া, শহরের বিভিন্ন মণ্ডপে শ’তিনেকেরও বেশি অস্থায়ী টয়লেট বানিয়েছে পুরসভার বস্তি দফতর। এই বায়ো টয়লেট এবং শৌচালয়গুলি ঠিক ভাবে চলছে কি না, পুরসভার টিম তা ঘুরে ঘুরে দেখবে বলে জানান স্বপনবাবু।

মেয়র শোভন চট্টোপাধ্যায় এ দিন জানান, পুজোয় পানীয় জল সরবরাহ থেকে শুরু করে জঞ্জাল অপসারণ ও স্বাস্থ্য পরিষেবায় প্রস্তুত পুর প্রশাসন। নিকাশি সচল রাখতেও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। এ দিনই মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ জানান, আজ, পঞ্চমীর দিন থেকেই ভেজাল খাদ্য অভিযানে নামছে পুরসভা। পর পর তিন দিন চলবে অভিযান। প্লাস্টিক প্যাকেট বর্জনের বিরুদ্ধেও পুজোয় অভিযান চালাবে পরিবেশ দফতর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Toilets Puja Open 24 hrs
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE