Advertisement
২০ এপ্রিল ২০২৪
COVID-19

করোনার হানা সল্টলেকের ইডি-র দফতরে, আক্রান্ত ৪ আধিকারিক

সূত্রের খবর, ওই দফতরের ২৫ জন আধিকারিকের কোভিড পরীক্ষা করা হয়।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ১৬:২১
Share: Save:

এ বার করোনার সংক্রমণ ছড়াল সল্টলেকের সিজিও কমপ্লেক্সের এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি)-এর দফতরে। সূত্রের খবর, ওই দফতরের ২৫ জন আধিকারিকের কোভিড পরীক্ষা করা হয়। সোমবার তাঁদের মধ্যে ৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের সকলকেই নিভৃতবাসে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

একসঙ্গে এত জনের কোভিড ধরা পড়ায় উদ্বেগ ছড়িয়েছে সিজিও কমপ্লেক্সে। সংক্রমণ যাতে ছড়়িয়ে না পড়ে তার জন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। বলা হয়েছে, দফতরে ঢুকতে হলে সকলকে মাস্ক পরতে হবে। থার্মাল স্ক্রিনিং এবং জীবাণুনাশক ব্যবহার করার পরই দফতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

ভোটের আবহে রাজ্য জুড়ে চলছে বিভিন্ন দলের রাজনৈতিক প্রচার। এর মধ্যেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫১১ জন। ম‌োট আক্রান্ত বেড়ে হয়েছে ৬ লক্ষ ১৯ হাজার ৪০৭। দৈনিক সংক্রমণের হারও একলাফে পৌঁছেছে ১২.১৫ শতাংশে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE