Advertisement
০৮ মে ২০২৪

নিরাপত্তার দাবিতে নার্সিংহোমের জোট

কর্মক্ষেত্রে নিরাপত্তা বজায় রাখা-সহ একাধিক বিষয়ে লড়াইয়ের দাবিতে একজোট হল রাজ্যের ৮৫টি নার্সিংহোম। রবিবার কলকাতা-সহ বিভিন্ন জেলার নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকেরা বেঙ্গল নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটি গঠন করলেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৭ ০২:০৭
Share: Save:

কর্মক্ষেত্রে নিরাপত্তা বজায় রাখা-সহ একাধিক বিষয়ে লড়াইয়ের দাবিতে একজোট হল রাজ্যের ৮৫টি নার্সিংহোম। রবিবার কলকাতা-সহ বিভিন্ন জেলার নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকেরা বেঙ্গল নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটি গঠন করলেন।

এ দিনের বৈঠকে অধিকাংশ নার্সিংহোম কর্তৃপক্ষ জানান, স্বাস্থ্য বিল ‘অপব্যবহার’ করে বহু রোগী বিল না মিটিয়ে নার্সিংহোম থেকে চলে যাচ্ছেন। হুমকি দিচ্ছেন পুলিশে অভিযোগ দায়ের করার। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন মালিক পক্ষ। অনেকে নার্সিংহোম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন।

চিকিৎসকদের একাংশের অভিযোগ, সব সময়ে চিকিৎসকের ত্রুটির জন্য রোগীর মৃত্যু হয় না। কিন্তু ইদানীং কোনও রোগী মারা গেলেই চিকিৎসককে হেনস্থা করা হচ্ছে। এমনকী, তাঁর পরিবারকেও হেনস্থার শিকার হতে হচ্ছে। ভাঙচুর করা হচ্ছে নার্সিংহোমে। কলকাতা থেকে রানাঘাট, ছবি সর্বত্র একই। এই সমস্যাগুলি মোকাবিলা করতেই ঐক্যবদ্ধ হচ্ছেন নার্সিংহোমের চিকিৎসক ও মালিকেরা।

কমিটির আহ্বায়ক শেখ আলহাজউদ্দিন বলেন, ‘‘সরকারের বিরোধী হিসেবে নয়, পরিপূরক হিসেবেই কাজ করতে চাই। কিন্তু আশা করব সরকারও আমাদের নিরাপত্তার দিকটা দেখবে। স্বাস্থ্য বিলের আপত্তিকর অংশগুলি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে চাই। এই কাজ একা করা যাবে না। তাই ঐক্যবদ্ধ হওয়া জরুরি। সেই ভাবনা থেকেই সংগঠনের রাজ্য কমিটি তৈরি হল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Security Hospitals
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE