Advertisement
২৫ এপ্রিল ২০২৪

একসঙ্গে বদলি ৯০০ হোমগার্ড

সাম্প্রতিক কালে এত সংখ্যক হোমগার্ডকে একসঙ্গে বদলি করা হয়নি বলেই খবর। সূত্রের খবর, মঙ্গলবার এই নির্দেশ জারি হয়েছে। চলতি সপ্তাহেই নতুন জায়গায় কাজে যোগ দিতে বলা হয়েছে বদলির তালিকায় নাম থাকা পুলিশকর্মীদের।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

শিবাজী দে সরকার
কলকাতা শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৯ ০১:০২
Share: Save:

পুলিশকর্মীদের গাফিলতি নিয়ে বারবার তাঁদের সতর্ক করছেন পুলিশ কমিশনার। এরই মধ্যে ট্র্যাফিক বিভাগের বিভিন্ন গার্ডে দীর্ঘদিন কর্মরত থাকা প্রায় ৯০০ হোমগার্ডকে একলপ্তে বদলি করল লালবাজার।

সাম্প্রতিক কালে এত সংখ্যক হোমগার্ডকে একসঙ্গে বদলি করা হয়নি বলেই খবর। সূত্রের খবর, মঙ্গলবার এই নির্দেশ জারি হয়েছে। চলতি সপ্তাহেই নতুন জায়গায় কাজে যোগ দিতে বলা হয়েছে বদলির তালিকায় নাম থাকা পুলিশকর্মীদের।

উল্লেখ্য, গত সপ্তাহেই বিভিন্ন থানা এবং ট্র্যাফিক গার্ডে বদলি করা হয়েছে ট্র্যাফিক বিভাগের প্রায় দু’হাজার কনস্টেবলকে। তাঁদের মধ্যে আছেন ট্র্যাফিক গার্ডের গুরুত্বপূর্ণ পদে থাকা কনস্টেবলরাও। তবে এই দুই বদলির ক্ষেত্রেই বাদ রাখা হয়েছে গাড়ির চালক এবং নিরাপত্তারক্ষীদের।

কলকাতা ট্র্যাফিক পুলিশের এক কর্তা জানান, এই বদলি খুব জরুরি হয়ে পড়েছিল। তবে একই সঙ্গে তাঁর দাবি, এটা রুটিন বদলি। কাজে গতি আনতেই এমন সিদ্ধান্ত। যদিও পুলিশের একটি অংশ দাবি করেছে, বিভিন্ন ট্র্যাফিক গার্ডে গড়ে ওঠা ‘মৌরসিপাট্টা’ ভাঙতেই এই বদলির সিদ্ধান্ত নিয়েছেন লালবাজারের কর্তারা।

কেন বদলি করা হল ওই পুলিশকর্মীদের?

লালবাজারের এক কর্তা জানান, ট্র্যাফিক গার্ড বা থানায় কর্মরত অফিসারদের নির্ধারিত সময়ের মধ্যেই বদলি করা হয়। কিন্তু হোমগার্ড বা কনস্টেবলদের তেমন বদলি হয় না বললেই চলে। ফলে দীর্ঘদিন এক জায়গায় কাজ করার সুবাদে তাঁদের বিরুদ্ধে নানা সময়ে অনিয়মের অভিযোগ ওঠে। পুলিশের একাংশের আবার বক্তব্য, ট্র্যাফিক গার্ডগুলিতে গড়ে ওঠা ‘মৌরসিপাট্টা’ ভাঙতে এবং কাজের গতি বৃদ্ধি করতে দু’দফায় সেখানকার কনস্টেবল এবং হোমগার্ডদের বদলি করা হয়েছে। প্রসঙ্গত, ট্র্যাফিক বিভাগে হোমগার্ড নিয়োগ করা হলেও আজ পর্যন্ত মাত্র কয়েক বার তাঁদের বদলি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের ওই অংশটি।

লালবাজার সূত্রের খবর, বৃহস্পতিবারও কয়েকশো সাব-ইনস্পেক্টর, এএসআই এবং কনস্টেবল পদে বদলি করা হয়েছে। একই সঙ্গে ডেপুটেশনে বিভিন্ন ইউনিটে থাকা কর্মীদেরও ওই সব ইউনিটে স্থায়ী পোস্টিংয়ের নির্দেশ দিয়েছে লালবাজার।

দীর্ঘদিন ট্র্যাফিক পুলিশের বিভিন্ন পদে কাজ করা এক আধিকারিকের দাবি, অফিসারদের মতো হোমগার্ড বা কনস্টেবলদেরও বদলি নিয়মিত হওয়া প্রয়োজন। একই জায়গায় দীর্ঘদিন ডিউটি করার ফলে তাঁদের কাজের ক্ষমতা এবং ইচ্ছে হ্রাস পায়। বদলির ফলে অনিয়ম যেমন বন্ধ হবে, তেমনই নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবেন ওই পুলিশকর্মীরা।

কিন্তু ট্র্যাফিক গার্ডের এত সংখ্যক কর্মীকে একসঙ্গে বদলির প্রভাব কি ট্র্যাফিক ব্যবস্থায় পড়বে না?

একটি সূত্রের দাবি, প্রভাব পড়তে বাধ্য। কারণ, নতুন কর্মীদের এলাকা চিনতে এবং বুঝতে হবে। ফলে ট্র্যাফিক ব্যবস্থার উপরে তার কিছু প্রভাব পড়বেই। যদিও লালবাজারের কর্তারা সব আশঙ্কা উড়িয়ে দাবি করেছেন, অসুবিধা হলেও তা হবে সাময়িক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lalbazar লালবাজার Home Guard
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE