কলকাতায় বসে মুম্বইয়ে বাসিন্দাদের ফাঁদে ফেলে তাঁদের পকেট কাটত এক দম্পতি। মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দেওয়ার নামে প্রতারণার ফাঁদ পেতেছিলেন তাঁরা। শেষে মুম্বই পুলিশের জালে ধরা পড়লেন মূল অভিযুক্ত।
নিজের স্ত্রীকে দিয়েই ফোন করাতেন জয়দীপ দাস ওরফে দীপক নামে গরফার বাসিন্দা অভিযুক্ত ওই ব্যক্তি। কোনও গ্রাহক ফাঁদে পড়লেই আগে তাঁদের ‘প্রোফাইল’ জেনে নিতেন তাঁরা। এর পর নানারকম প্যাকেজও দিতেন বন্ধুত্বের জন্য। এক দিনের বন্ধুত্ব করতে হলে ১৫ হাজার টাকা। বেশি দিনের জন্যে বন্ধুত্ব হলে ছাড়ও দিতেন ওই দম্পতি। প্রয়োজনে হোয়াটসঅ্যাপে ছবিও পাঠাতেন। যাঁরা কথার মারপ্যাঁচের ফাঁদে পড়ে টাকা দিতেন, তাঁদের মোবাইল নম্বর ব্লক করে দেওয়া হত। অথবা যে মোবাইল নম্বর থেকে তাঁরা ফোন করতেন, সেই নম্বর বন্ধ করে দেওয়া হত।
আরও পড়ুন: সাতসকালে রিকশা চালিয়ে কোথায় গেলেন মেয়র ফিরহাদ হাকিম