প্রিন্সেপ ঘাটে চক্ররেলের প্ল্যাটফর্ম থেকে উদ্ধার হল যুবকের রক্তাক্ত দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করেছে চিৎপুর রেল পুলিশ। মৃত্যুর কারণ জানতে রবিবার দেহটির ময়নাতদন্ত হবে।
চিৎপুর জিআরপি জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ প্রিন্সেপ ঘাটের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে যুবকের দেহটি উদ্ধার হয়েছে। যুবকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে তাঁর বয়স ২৭-এর কাছাকাছি বলে মনে করা হচ্ছে। তাঁর মাথায় আঘাতের দাগ ছিল। রক্তও ঝরছিল।
রেল পুলিশ সূত্রে খবর, দেহটি দেখে বোঝা যাচ্ছে না মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না। হতে পারে, কেউ খুন করে প্ল্যাটফর্মে দেহ ফেলে রেখে গিয়েছে। আবার এ-ও হতে পারে, হয়তো ওই ব্যক্তি ট্রেন থেকে প়ড়ে গিয়েছে। ময়নাতদন্তের পরেই গোটা বিষয়টি পরিষ্কার হবে।
শিয়ালদহ জিআরপি-র সুপার জে মার্সি বলেন, ‘‘একটা দেহ উদ্ধার হয়েছে প্রিন্সেপ ঘাট প্ল্যাটফর্ম থেকে। সুরতহালে কিছু পাওয়া যায়নি। রবিবার দেহটির ময়নাতদন্ত হবে। তার পরেই জানা যাবে কী কারণে মৃত্যু হয়েছে।’’