নিউ টাউন থানা এলাকার কেষ্টপুরের তারুলিয়ায় একটি আবাসনের ফ্ল্যাট থেকে এক চিকিৎসকের পচাগলা দেহ উদ্ধার করল বিধাননগর পুলিশ। রবিবারের ঘটনা। মৃতের নাম, ময়াঙ্ক বশিষ্ঠ (৩৩)।
পুলিশ জানায়, বাগুইআটির বাসিন্দা অনুপম ঘোষ পুলিশকে জানান, তারুলিয়ায় একটি আবাসনে তাঁর একটি ফ্ল্যাট রয়েছে। ওই ফ্ল্যাট তিনি দিল্লির বাসিন্দা ময়াঙ্ক বশিষ্ঠ নামে এক চিকিৎসককে ভাড়া দেন। চলতি বছরের জানুয়ারি মাস থেকে সেখানে ভাড়ায় থাকতে শুরু করেন ওই চিকিৎসক। গত শনি এবং রবিবার ফোনে যোগাযোগ করলেও ময়াঙ্কের সাড়া পাননি বলে জানিয়েছেন অনুপমবাবু। ইতিমধ্যে ফ্ল্যাট থেকে কটূ গন্ধ পেয়ে প্রতিবেশীরা তাঁকে জানান। রবিবার ওই ফ্ল্যাটে গিয়ে কলিং বেল বাজালেও কোনও সাড়াশব্দ মেলেনি। দরজা ভিতর থেকে বন্ধ ছিল।
এর পরে অনুপমবাবুর কাছ থেকে খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দরজা ভেঙে তারা ভিতরে ঢোকে। রান্নাঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা যায় ময়াঙ্ককে। পচাগলা অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ময়না-তদন্তের জন্য দেহটি আর জি কর মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। দিল্লিতে তাঁর আত্মীয়দেরও খবর পাঠিয়েছে পুলিশ।