প্রায় এক বছর বাড়ি থেকে নিখোঁজ থাকার পরে মানসিক সমস্যায় ভোগা এক মহিলাকে হ্যাম রেডিয়োর সাহায্যে খুঁজে পেল তাঁর পরিবার।
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার পাড়বাংলা গ্রামের শীলা কর গত অগস্টে আচমকা বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিলেন। গত ডিসেম্বরে তাঁকে বিকারগ্রস্ত অবস্থায় মধ্যমগ্রামের রাস্তা থেকে উদ্ধার করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সে সময়ে তিনি নিজের নামটুকুও বলতে পারেননি। ওই সংস্থার সদস্যা বর্ণালী দাসপাল জানান, উদ্ধারের সময়ে এতটাই খারাপ অবস্থা ছিল ওই মহিলার যে, তিনি বস্তায় আবর্জনা জড়ো করে রাখতেন। উদ্ধারের পরে ওই সংস্থার অধীনে শীলার চিকিৎসা শুরু হয়। ধীরে ধীরে নিজের নাম মনে করতে পারলেও ঠিকানা ও পরিজনদের হদিস দিতে পারেননি। তাই শীলাকে বাড়ি ফিরিয়ে দিতে এর পরে ওই সংস্থার পক্ষ থেকে হ্যাম রেডিয়োর সঙ্গে যোগাযোগ করা হয়।
ওই সংগঠনের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস জানান, তাঁরা খোঁজ নিয়ে জানতে পারেন, মহেশতলার পাড়গ্রাম থেকে ওই মহিলা নিখোঁজ হয়েছিলেন। তাঁর কোনও সন্তান না হওয়ায় শীলা ধীরে ধীরে মানসিক অবসাদে ডুবে গিয়েছিলেন। এ ভাবেই এক দিন তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। এর পরে গত ১৪ অগস্ট ওই মহিলাকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে গত অগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ওই চার-পাঁচ মাস তিনি কোথায় ছিলেন, তা জানা যায়নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)