Advertisement
E-Paper

আসছে নিগমের গাড়ি, মিলবে মাংসের রকমারি

সাবেক ‘বেনফিশ মডেল’-এরই এ যেন নয়া অবতার। তবে মাছভাজার বদলে থাকছে মাংসের নানা কাবাব।শহরের রাস্তায় চটকদার গাড়ির ভ্রাম্যমান হেঁসেল থেকেই মাংসের ফাস্ট ফুড হাতছানি দেবে। মেনুতে রোল, র‌্যাপ, শোয়ারমা, স্যান্ডউইচের মতো দেশি-বিদেশি পদের ছড়াছড়ি।

ঋজু বসু

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ০২:২৪
জিভে-জল: এমনই গাড়িতে বিক্রি হবে মাংসের নানা পদ। নিজস্ব চিত্র

জিভে-জল: এমনই গাড়িতে বিক্রি হবে মাংসের নানা পদ। নিজস্ব চিত্র

সাবেক ‘বেনফিশ মডেল’-এরই এ যেন নয়া অবতার। তবে মাছভাজার বদলে থাকছে মাংসের নানা কাবাব।

শহরের রাস্তায় চটকদার গাড়ির ভ্রাম্যমান হেঁসেল থেকেই মাংসের ফাস্ট ফুড হাতছানি দেবে। মেনুতে রোল, র‌্যাপ, শোয়ারমা, স্যান্ডউইচের মতো দেশি-বিদেশি পদের ছড়াছড়ি। আয় বাড়াতে এই আমিষ ফাস্টফুডের সম্ভারই এখন সরকারি প্রাণিসম্পদ বিকাশ নিগমের নয়া হাতিয়ার। আজ, সোমবার লাইভস্টক ডেভলপমেন্ট কর্পোরেশনের গাড়িটি উদ্বোধন করবেন প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ।

গত তিন-চার বছরে হরিণঘাটার মাংস প্রক্রিয়াকরণ ইউনিটের উৎপাদন বাণিজ্যিক ভাবে ছড়িয়ে দিতে দিকে দিকে গড়ে উঠেছে বিপণি। জেলায় জেলায় ১৯২টি দোকান। নিগমের প্রকল্পের টার্কি, হাঁস, কোয়েল থেকে দেশি মুরগি-খাসির মাংসের পদের একটি রেস্তোরাঁও গত বছর সেক্টর ফাইভে চালু হয়েছে। বছর ছয়েক আগে ৫০ লক্ষ টাকা থেকে নিগমের বছরের রোজগার এখন ছ’কোটি ছুঁই ছুঁই। কিছু কর্মসংস্থানও হয়েছে।

নতুন পদক্ষেপ ভ্রাম্যমান মাংসের সম্ভার ‘মিট্‌ অন হুইলস’ প্রথমে দক্ষিণ কলকাতায় গড়িয়াহাট-গোলপার্ক-ঢাকুরিয়ায় হাজির হচ্ছে। পয়লা বৈশাখের মধ্যে পথে নামবে আরও তিনটি গাড়ি। রুটও ঠিক হয়েছে, ধর্মতলা-বি বা দী বাগ, নিউ টাউন-সেক্টর ফাইভ ও উল্টোডাঙা-লেকটাউন। নিগম সূত্রে খবর, চারটি গাড়িতেই থাকছে পুরোদস্তুর চিমনি বিশিষ্ট রান্নাঘর। রান্না খাবার আর নিগমের হিমায়িত মাংসও মিলবে। গাড়ি পিছু ২২ লক্ষ টাকা মতো খরচ হচ্ছে। কী ভাবে কাজ করবে এই গাড়ি?

নিগমের এক কর্তার কথায়, ‘‘কিছু দক্ষ ফ্র্যাঞ্চাইজিকে বাছা হয়েছে। তারা গাড়ির জন্য ভাড়া দেবে। কয়েক জনের কর্মসংস্থান হবে। নিগমের মাংসের পরিচিতিও বাড়বে। নিগমের মাংসই ব্যবহার করতে হবে।’’ তবে মেনুতে গোড়ায় চিকেন-মাটনের উপরেই জোর বেশি দেওয়া হচ্ছে। সরকারি খামারের মুরগি ছাড়া মাটন বলতে সরকারি তত্ত্বাবধানে বেড়ে ওঠা বিখ্যাত ব্ল্যাক বেঙ্গল গোট-এর মাংস থাকবে। কিছু দিন বাদে টার্কি বা কোয়েলের মাংসের কাবাবও ঢুকবে গাড়িতে। তা ছাড়া, নিগমের তৈরি নাগেট-পপকর্নের মতো আমিষ পদও মিলবে।

নিগমের ম্যানেজিং ডিরেক্টর গৌরীশঙ্কর কোনার বলেন, ‘‘মেনু তরুণ প্রজন্মের পছন্দ মতো সাজানোর চেষ্টা হয়েছে। হরিণঘাটার মাংসের বৃহত্তর বাজার তৈরি ও কর্মসংস্থান— দু’টো দিক মাথায় রেখে এগোচ্ছি।’’ বেনফিশের ক্ষেত্রে জনপ্রিয়তা সত্ত্বেও স্বাদ-মানের ধারাবাহিকতা দেখা যায়নি। তাই মাংসের গাড়ি নিয়ে সাবধানে এগোতে চাইছে নিগম।

Meat Lifestock Development Car
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy