বিধাননগর কমিশনারেট এলাকায় আবারও বাইক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটল। এ বারের ঘটনাস্থল, রাজারহাট থানার সরুপোল অঞ্চল। মৃতের নাম মহম্মদ আফসান। তাঁর বাড়ি রাজারহাট মেন রোডের রাইগাছিতে।
পুলিশ জানায়, বুধবার দুপুরে মোটরবাইকে আফসান চিনার পার্কের দিকে যাচ্ছিলেন। তাঁর মাথায় হেলমেট ছিল। অভিযোগ, সেই সময়ে রাজারহাটগামী একটি গাড়ি ইউ-টার্ন নিতে গিয়ে বাইকে ধাক্কা মারে। আফসান পথ-বিভাজিকার উপরে পড়ে মাথায় আঘাত পান। মুহূর্তের মধ্যে তাঁর মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয়। রাজারহাট ট্র্যাফিক গার্ডের পুলিশ আফসানকে উদ্ধার করে চিনার পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে ওই যুবককে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ গাড়িটি আটক করলেও চালকের খোঁজ মেলেনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)