শারীরিক প্রতিবন্ধকতা থাকা এক পরিচারিকার টাকা ফেরত না দেওয়া এবং তাঁকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে কৃষ্ণনগর থেকে বৃহস্পতিবার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নিমতা থানার পুলিশ। ধৃতের নাম কুন্তল মুখোপাধ্যায়।
পুলিশ সূত্রের খবর, সম্প্রতি পারুল বণিক (৬০) নামে ওই প্রৌঢ়া নিমতা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে পারুল জানান, তিনি বিরাটিতে সমীর দাস নামে এক জনের বাড়িতে কাজ করতেন। ২০২২ সালের শেষ দিকে ওই ব্যক্তি তাঁকে কৃষ্ণনগরের বাসিন্দা কুন্তল মুখোপাধ্যায়ের বাড়িতে কাজ করার প্রস্তাব দেন। প্রৌঢ়া তাতে রাজি হন। সেই থেকে দু’বছর কুন্তলের বাড়িতে কাজ করেন তিনি। প্রৌঢ়ার অভিযোগ, কুন্তল তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষ্ণনগরে স্থানান্তরিত করান এবং জানান যে, প্রৌঢ়ার টাকা ফিক্সড ডিপোজ়িট করে দেবেন। কিন্তু পরে সেই টাকা প্রৌঢ়া ফেরত চাইলে কুন্তল তা দিতে অস্বীকার করেন বলে অভিযোগ। প্রৌঢ়ার সঙ্গে দুর্ব্যবহারও করেন তিনি। পারুলের টাকা এবং জরুরি নথি আটকে রেখে দেন কুন্তল। ২০২৪ সালের পরে ওই কাজ ছেড়ে দেন প্রৌঢ়া। তিনি জানান, কুন্তল সম্প্রতি তাঁর বিরাটির ঠিকানায় গিয়েছিলেন। টাকা ফেরত চাওয়ায় তিনি প্রৌঢ়াকে খুনের হুমকি দেন বলেও অভিযোগ।
এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে নিমতা থানার পুলিশ। বৃহস্পতিবার কৃষ্ণনগরের বেদেখালির মোড় সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে তারা। শুক্রবার ওই টাকা ফেরত পেয়েছেন পারুল। এ দিন তিনি জানান, তাঁর শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। বাধ্য হয়েই গৃহ সহায়িকার কাজ করেন। ওই জমানো টাকাই তাঁর সম্বল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)