দক্ষিণ কলকাতার গ্লফগ্রিন এলাকায় একটি বাড়ি থেকে চুরি করার ঘটনায় গ্রফতার নেপাল বারিক নামে ক্যানিংয়ের এক যুবক। গ্রেফতার করেছে লাল বাজারের অ্যান্টি বার্গলারি সেল।
সূত্রের খবর, ৯ জানুয়ারি শুক্রবার গল্ফগ্রিনের বাসিন্দা সঞ্জীব দত্তের বাড়ি থেকে সোনার গয়না-সহ নগদ টাকা চুরির ঘটনা ঘটে। স্থানীয় থানায় তিনি লিখিত অভিযোগ জানান। পরবর্তীতে তা জানানো হয় লালবাজারে। ঘটনার তদন্তে নেমে রবিবার শিয়ালদহের বিআর সিংহ হাসপাতালের কাছ থেকে নেপালকে গ্রেফতার করেন তাঁরা।