ঘুরতে নিয়ে যাওয়ার অছিলায় তিন বছরের শিশুকে রেললাইনের কাছে নিয়ে গিয়েছিল প্রতিবেশী এক ব্যক্তি। সেখানেই ওই শিশুকে সে যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ উঠল। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কলকাতার এক অঞ্চলে, রেললাইন সংলগ্ন এলাকায়। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রতিবেশীকে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর তিনেকের ওই কন্যাশিশু রেললাইন সংলগ্ন ওই এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকে। শনিবার দুপুর ২টো নাগাদ রেললাইনের ধারে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল সে। পাশেই বসেছিলেন শিশুটির ঠাকুরমাও। শিশুটির মা সেই সময় বাড়িতে ছিলেন না। অভিযোগ, বাচ্চারা খেলার সময় প্রতিবেশী, বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তি সেখানে আসে। রেললাইনের উপরে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে শিশুটিকে কোলে তুলে নেয় সে। প্রতিবেশী হওয়ায় বারণ করেননি শিশুর ঠাকুরমা। স্থানীয় সূত্রের খবর, বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে এর পরে রেললাইনের উপরে চলে যায় অভিযুক্ত। অভিযোগ, এরঘণ্টাখানেক পরে হঠাৎই শিশুটিকে কান্নাকাটি করতে শোনেন স্থানীয়েরা। শিশুর কান্না শুনে তাঁরা রেললাইনের উপরে গেলে তাকে ফেলেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। স্থানীয়েরা সেখান থেকে শিশুটিকে নিয়ে আসেন। অভিযোগ, তখন শিশুটির যৌনাঙ্গ দিয়ে রক্ত বেরোতে দেখা যায়। দ্রুত তাকে এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি করানোর পরে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেয় শিশুটির পরিবার।
জানা গিয়েছে, শিশুটিকে পরিবারের সদস্যেরা হাসপাতালে ভর্তির পরে প্রথমে স্থানীয় থানায় যান। কিন্তু ঘটনাস্থল জিআরপি-র নিয়ন্ত্রণাধীন হওয়ায় থানার তরফে এক জন মহিলাকর্মী নির্যাতিতার পরিবারকে নিয়ে শিয়ালদহ জিআরপি-তে আসেন। রাতেই অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করা হয়। পকসো আইনে মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)