রাতের শহরে আবার পথদুর্ঘটনা। কর্তব্যরত অবস্থায় বেপরোয়া ট্যাক্সির ধাক্কায় মারা গেলেন এক সিভিক ভলান্টিয়ার। গুরুতর আহত অবস্থায় অমিত চক্রবর্তী (৩৮) নামের ওই সিভিক ভলান্টিয়ারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে তারাতলায় পুলিশের টহলদার গাড়ির সামনে কর্তব্যরত অবস্থায় ছিলেন অমিত। সে সময় প্রচন্ড গতিতে আসা একটি অ্যাম্বাসাডর তাঁকে ধাক্কা মেরে সামনের নির্মীয়মাণ মেট্রো প্রকল্পের স্তম্ভে ধাক্কা মারে। পুলিশ ওই গাড়ির চালককে আটক করেছে। অ্যাম্বাসাডরটিকেও বাজেয়াপ্ত করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে।